Dhaka সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন মাহদী আমীন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা বলেন।

তিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ড. মাহদী আমিনকে এবং প্রধান সমন্বয়ক হিসেবে মো. ইসমাইল জবিউল্লাহকে পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত ব্রিফিং করবেন।

নজরুল ইসলাম খান বলেন, এখানে যারা উপস্থিত আছেন, সবাই কোনো না কোনো কমিটির টিম লিডার হিসেবে থাকবেন। এই টিম লিডারদের নেতৃত্বে প্রাসঙ্গিক বিষয়ে উপকমিটি গঠিত হবে। আগামী দুইদিনের মধ্যে এই উপকমিটিতে কারা থাকবেন, তার একটা প্রস্তাবনা তাদের দেওয়ার আমরা অনুরোধ করেছি। আলোচনা করে আমরা উপকমিটি চূড়ান্ত করবো এবং সবাই সক্রিয়ভাবে কাজ শুরু করবেন।

মাহদী আমিন এ সময় বলেন, আমাদের সুদীর্ঘ যে সংগ্রাম, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থান, তার মূল উদ্দেশ্যই ছিল এমন একটা সরকার ব্যবস্থা প্রবর্তন করা যা সত্যিই জনগণের ক্ষমতা নিশ্চিত করবে। যেখানে জবাবদিহি থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আমরা বিশ্বাস করি একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা সরকার আসবে, যারা সত্যিই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

তিনি বলেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলবো যেখানে মানবাধিকার থাকবে, বাকস্বাধীনতা থাকবে। আইন ও অনুশাসন থাকবে। দীর্ঘ ফ্যাসিবাদের সময় বিভিন্ন শ্রেণি পেশার মতো গণমাধ্যম কর্মীদের ওপর বিভিন্ন রকম আঘাত নেমে এসেছে। আপনারা অনেক ক্ষেত্রে সত্য প্রকাশে বাধাগ্রস্ত হয়েছেন। অনেক জার্নালিস্ট-এডিটরের ওপর হামলা-মামলা হয়েছে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক বাংলাদেশে যারা সংবাদকর্মী ও গণমাধ্যম রয়েছে তাদের প্রত্যেকের স্বাধীনতা ভবিষ্যৎ সরকার নিশ্চিত করবে।

এর আগে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী বৈধতা পেলেও অভিযোগ নেবে ইসি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন মাহদী আমীন

প্রকাশের সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা বলেন।

তিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ড. মাহদী আমিনকে এবং প্রধান সমন্বয়ক হিসেবে মো. ইসমাইল জবিউল্লাহকে পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত ব্রিফিং করবেন।

নজরুল ইসলাম খান বলেন, এখানে যারা উপস্থিত আছেন, সবাই কোনো না কোনো কমিটির টিম লিডার হিসেবে থাকবেন। এই টিম লিডারদের নেতৃত্বে প্রাসঙ্গিক বিষয়ে উপকমিটি গঠিত হবে। আগামী দুইদিনের মধ্যে এই উপকমিটিতে কারা থাকবেন, তার একটা প্রস্তাবনা তাদের দেওয়ার আমরা অনুরোধ করেছি। আলোচনা করে আমরা উপকমিটি চূড়ান্ত করবো এবং সবাই সক্রিয়ভাবে কাজ শুরু করবেন।

মাহদী আমিন এ সময় বলেন, আমাদের সুদীর্ঘ যে সংগ্রাম, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থান, তার মূল উদ্দেশ্যই ছিল এমন একটা সরকার ব্যবস্থা প্রবর্তন করা যা সত্যিই জনগণের ক্ষমতা নিশ্চিত করবে। যেখানে জবাবদিহি থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আমরা বিশ্বাস করি একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা সরকার আসবে, যারা সত্যিই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

তিনি বলেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলবো যেখানে মানবাধিকার থাকবে, বাকস্বাধীনতা থাকবে। আইন ও অনুশাসন থাকবে। দীর্ঘ ফ্যাসিবাদের সময় বিভিন্ন শ্রেণি পেশার মতো গণমাধ্যম কর্মীদের ওপর বিভিন্ন রকম আঘাত নেমে এসেছে। আপনারা অনেক ক্ষেত্রে সত্য প্রকাশে বাধাগ্রস্ত হয়েছেন। অনেক জার্নালিস্ট-এডিটরের ওপর হামলা-মামলা হয়েছে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক বাংলাদেশে যারা সংবাদকর্মী ও গণমাধ্যম রয়েছে তাদের প্রত্যেকের স্বাধীনতা ভবিষ্যৎ সরকার নিশ্চিত করবে।

এর আগে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।