Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নাশকতা ঠেকাতেই আ. লীগের শান্তি সমাবেশ : হানিফ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সে জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, আইনের শাসনের প্রতি বিএনপির আস্থা নেই বলেই যেকোনো অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি।

তিনি বলেন, আইনের শাসনের প্রতি বিএনপির আস্থা ও বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জিয়াউর রহমান হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায়-অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের বিচার হলে বিএনপির আতে ঘা লাগে। ২০১৩ সালের ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপি কর্মীরা ঢাকার শাপলা চত্বরে তাণ্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ১০ মিনিটের মধ্যে হেফাজত কর্মীরা পালিয়ে যায়।

হানিফ বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জনের নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ করা হয়। পরে দেখা যায় ৬১ জন হেফাজত কর্মীই বেঁচে আছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, মহামারি করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে বিগত তিন বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের পক্ষ থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে। চার কোটি মানুষকে বিভিন্ন ধরনের সুবিধার আওতায় আনা হয়েছে, যাতে অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সোহান কোচিংয়ের প্রতিষ্ঠাতা নাহিদুল ইসলাম সোহানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের বিচার ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : শিল্প উপদেষ্টা

বিএনপির নাশকতা ঠেকাতেই আ. লীগের শান্তি সমাবেশ : হানিফ

প্রকাশের সময় : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সে জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, আইনের শাসনের প্রতি বিএনপির আস্থা নেই বলেই যেকোনো অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি।

তিনি বলেন, আইনের শাসনের প্রতি বিএনপির আস্থা ও বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জিয়াউর রহমান হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায়-অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের বিচার হলে বিএনপির আতে ঘা লাগে। ২০১৩ সালের ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপি কর্মীরা ঢাকার শাপলা চত্বরে তাণ্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ১০ মিনিটের মধ্যে হেফাজত কর্মীরা পালিয়ে যায়।

হানিফ বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জনের নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ করা হয়। পরে দেখা যায় ৬১ জন হেফাজত কর্মীই বেঁচে আছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, মহামারি করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে বিগত তিন বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের পক্ষ থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে। চার কোটি মানুষকে বিভিন্ন ধরনের সুবিধার আওতায় আনা হয়েছে, যাতে অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সোহান কোচিংয়ের প্রতিষ্ঠাতা নাহিদুল ইসলাম সোহানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।