Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সেদিন বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বিএনপির সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, আগামী শনিবার থেকে তারা যুগপৎভাবে সরকার পতনের আন্দোলনে মাঠে নামবেন। সেদিন গণমিছিল করবেন।

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এছাড়া আরও বেশ কয়েকটি দল অভিন্ন দাবিতে আন্দোলন করছে। যদিও তারা যুগপৎ আন্দোলনের বাইরে রয়েছে।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

প্রকাশের সময় : ০১:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সেদিন বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বিএনপির সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, আগামী শনিবার থেকে তারা যুগপৎভাবে সরকার পতনের আন্দোলনে মাঠে নামবেন। সেদিন গণমিছিল করবেন।

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এছাড়া আরও বেশ কয়েকটি দল অভিন্ন দাবিতে আন্দোলন করছে। যদিও তারা যুগপৎ আন্দোলনের বাইরে রয়েছে।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।