নিজস্ব প্রতিবেদক :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৯ জানুয়ারি) সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে, বিএনপি সেসব প্রার্থীকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে, সেই তালিকায় নাম নেই তিনবারের এই সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলমের। তার আসনে (ভোলা-৪) এবার মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
দলীয় সূত্রে জানা গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বিদ্রোহী প্রার্থী হননি, বরং দলের আনুগত্য করেছেন। সেজন্য দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে। তবে তার অনুসারীরা এটিকে দেখছেন সান্ত্বনা পুরস্কার হিসেবে।
নিজস্ব প্রতিবেদক 



















