ভোলা জেলা প্রতিনিধি
মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকার তালিকাভুক্ত হয়েছেন। আর এসব কারণে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
রোববার (২০ আগস্ট) দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বার বার বলছে এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে, ক্ষমতা তো বিএনপির মামা বাড়ির আবদার না। আর প্রধানমন্ত্রীকে তো ক্ষমতায় বিএনপি বসায় নি। দেশের জনগণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসিয়েছেন। বিএনপির দয়ায় বিএনপির সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতায় আসেনি সুতরাং বিএনপির কথায় শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী পুরো মেয়াদ তিনি পূরণ করবেন। নির্বাচন কালীন সময় রুটিন অনুযায়ী সরকারের দায়িত্ব পালন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। বিদেশিরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার কথা বলেনি। তারা বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন তারা।