Dhaka শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা মো. সাকিব আহমেদের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দাউদকান্দি পৌর সদরের বিএনপির দলীয় কার্যালয়ে এসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে হাত মিলিয়ে তারা দলে যোগ দেন।

যোগদানকারী এনসিপি নেতা মো. মহাসিন ভূঁইয়া ও সাবেক আওয়ামী লীগ নেতা সাকিব আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ধানের শীষ মার্কায় আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সদস্যসচিব কাউসার আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা সরকার, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার ও পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

প্রকাশের সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা মো. সাকিব আহমেদের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দাউদকান্দি পৌর সদরের বিএনপির দলীয় কার্যালয়ে এসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে হাত মিলিয়ে তারা দলে যোগ দেন।

যোগদানকারী এনসিপি নেতা মো. মহাসিন ভূঁইয়া ও সাবেক আওয়ামী লীগ নেতা সাকিব আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ধানের শীষ মার্কায় আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সদস্যসচিব কাউসার আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা সরকার, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার ও পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমুখ।