Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয় : ইরান

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমাদের নিবন্ধনের আবেদনে নির্বাচন কমিশন সাড়া দেয়নি, অথচ ভুঁইফোড় সংগঠনকে তারা নিবন্ধন দিয়েছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়।

শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে নির্দলীয় সরকারের এক দফা দাবীতে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বর্তমানে দেশের মানুষের একটাই চাহিদা, সেটা হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা যায় না। আমরা কোনো কর্মসূচি পালন করতে পারি না।

আওয়ামী লীগ এখন দেশে মানুষের কাছে দুঃস্বপ্নের নাম উল্লেখ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, কোনো ভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। এরা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের সবার ঈমানী দায়িত্ব। আমরা তো এখনো আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের লোকেরা বলে তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমরা বলবো- কত বড় ধাক্কা লাগবে? তুফানের সাথে কিন্তু সুনামিও আসে। দরকার হলে আমরা সবাই মিলে সেটাও তৈরি করবো। একদফার চূড়ান্ত আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে যাবে।

ডা. ইরান বলেন, বর্তমান সরকারের চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ইতো মধ্যেই তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। ১৫ লাখ কোটি টাকা তারা পাচার করেছে। একদফার আন্দোলনের অলআউট কর্মসূচি শুরু হলে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আমরা কেবল আন্দোলন শুরু করেছি। কঠোর আন্দোলন আসতেছে। কোনোভাবেই এই সরকার থাকতে পারবে না। দেশ ও জনগণের অধিকার রক্ষা এবং জনগণকে বাঁচাতে যা কিছু করা দরকার সবকিছু করা হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, গতকাল ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো লোন দেবে না। দেশে ডাকাত পড়েছে, সেটা হলো আওয়ামী ডাকাত। এই আওয়ামী লীগ ইসলামী ব্যাংকের অন্যতম পরিচালক মীর কাশিম আলীকে হত্যা করেছে। এরপর নিজেদের লোক বসিয়ে ৭ হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণে আজ ইসলামী ব্যাংক শূন্য। প্রধানমন্ত্রীর আত্মীয় দ্বারা বেসিক ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে। হলমার্কের মাধ্যমে সোনালী ব্যাংক লুটপাট করা হয়েছে।

মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভাইস চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, কৃষক দলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান লিটন, লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মো. রুম্মন সিকদার, ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সহ-সভাপতি মো. শুভ আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

গনমিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট তোপখানা রোড, সচিবালয়, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে নয়াপল্টন লেবার পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয় : ইরান

প্রকাশের সময় : ০৭:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমাদের নিবন্ধনের আবেদনে নির্বাচন কমিশন সাড়া দেয়নি, অথচ ভুঁইফোড় সংগঠনকে তারা নিবন্ধন দিয়েছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়।

শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে নির্দলীয় সরকারের এক দফা দাবীতে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বর্তমানে দেশের মানুষের একটাই চাহিদা, সেটা হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা যায় না। আমরা কোনো কর্মসূচি পালন করতে পারি না।

আওয়ামী লীগ এখন দেশে মানুষের কাছে দুঃস্বপ্নের নাম উল্লেখ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, কোনো ভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। এরা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের সবার ঈমানী দায়িত্ব। আমরা তো এখনো আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের লোকেরা বলে তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমরা বলবো- কত বড় ধাক্কা লাগবে? তুফানের সাথে কিন্তু সুনামিও আসে। দরকার হলে আমরা সবাই মিলে সেটাও তৈরি করবো। একদফার চূড়ান্ত আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে যাবে।

ডা. ইরান বলেন, বর্তমান সরকারের চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ইতো মধ্যেই তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। ১৫ লাখ কোটি টাকা তারা পাচার করেছে। একদফার আন্দোলনের অলআউট কর্মসূচি শুরু হলে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আমরা কেবল আন্দোলন শুরু করেছি। কঠোর আন্দোলন আসতেছে। কোনোভাবেই এই সরকার থাকতে পারবে না। দেশ ও জনগণের অধিকার রক্ষা এবং জনগণকে বাঁচাতে যা কিছু করা দরকার সবকিছু করা হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, গতকাল ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো লোন দেবে না। দেশে ডাকাত পড়েছে, সেটা হলো আওয়ামী ডাকাত। এই আওয়ামী লীগ ইসলামী ব্যাংকের অন্যতম পরিচালক মীর কাশিম আলীকে হত্যা করেছে। এরপর নিজেদের লোক বসিয়ে ৭ হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণে আজ ইসলামী ব্যাংক শূন্য। প্রধানমন্ত্রীর আত্মীয় দ্বারা বেসিক ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে। হলমার্কের মাধ্যমে সোনালী ব্যাংক লুটপাট করা হয়েছে।

মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভাইস চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, কৃষক দলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান লিটন, লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মো. রুম্মন সিকদার, ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সহ-সভাপতি মো. শুভ আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

গনমিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট তোপখানা রোড, সচিবালয়, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে নয়াপল্টন লেবার পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।