নিজস্ব প্রতিবেদক :
বিএনপিকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়াকে সরকার টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (৩১ মার্চ) দুপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার উত্তরার বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন অভিযোগ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মিথ্যা মামলায় কারাভোগের প্রভাবেই বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে।
বিরোধী মত দমন করে সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। অনেকে কারাগারে মৃত্যুবরণ করেছেন। এসব করে বিরোধী মত দমন করা যাবে না বলেও মন্তব্য করেন মঈন খান।