নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মো. নূরুল আমিন। তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রশাসন-৩ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনা বিভাগের সহকারী সচিব হিসেবে তিনি ১৯৮৪ সালে যোগদান করেন । সর্বশেষ সিনিয়র সচিব হিসেবে তিনি ২০২০ সালে অবসর গ্রহণ করেন।