Dhaka মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ১৯৭ জন দেখেছেন

জীবন-জীবিকার তাগিদে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে মানুষের ঢল নেমেছে। গত ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর গেল সপ্তাহে ঈদের ছুটি শেষ হলেও অনেকেই আপনজনদের সঙ্গে বাড়তি সময় কাটানোয় ফেরেননি রাজধানীতে। রবিবার (১৭ জুলাই) থেকে আবারও কর্মস্থলে যোগ দেবেন সবাই। চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, গার্মেন্টস, কলকারখানাসহ সব প্রতিষ্ঠানই চলবে স্বাভাবিক গতিতে। রাজধানী ফিরে পাবে চিরচেনা রূপ। যে কারণে ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (১৬ জুলাই) ভোরে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর স্টেশন এবং সায়েদাবাদ, গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব স্থানে যাত্রীর নামছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ট্রেনটির সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত ১০টায়ও পৌঁছায়নি কমলাপুর স্টেশনে। ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউড়া থেকে তিতাস ট্রেনে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে প্রচুর ভিড় ছিল। তাছাড়া গরমে অতিষ্ঠ হয়ে উঠে যাত্রীরা। ভিড়ের কারণে পকেটমারদের কবলে পড়ে অনেকেই মোবাইল মানিব্যাগ হারিয়েছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ভোর ৫ টার দিকে জয়পুরহাটে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।’

সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

প্রকাশের সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

জীবন-জীবিকার তাগিদে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে মানুষের ঢল নেমেছে। গত ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর গেল সপ্তাহে ঈদের ছুটি শেষ হলেও অনেকেই আপনজনদের সঙ্গে বাড়তি সময় কাটানোয় ফেরেননি রাজধানীতে। রবিবার (১৭ জুলাই) থেকে আবারও কর্মস্থলে যোগ দেবেন সবাই। চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, গার্মেন্টস, কলকারখানাসহ সব প্রতিষ্ঠানই চলবে স্বাভাবিক গতিতে। রাজধানী ফিরে পাবে চিরচেনা রূপ। যে কারণে ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (১৬ জুলাই) ভোরে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর স্টেশন এবং সায়েদাবাদ, গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব স্থানে যাত্রীর নামছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ট্রেনটির সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত ১০টায়ও পৌঁছায়নি কমলাপুর স্টেশনে। ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউড়া থেকে তিতাস ট্রেনে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে প্রচুর ভিড় ছিল। তাছাড়া গরমে অতিষ্ঠ হয়ে উঠে যাত্রীরা। ভিড়ের কারণে পকেটমারদের কবলে পড়ে অনেকেই মোবাইল মানিব্যাগ হারিয়েছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ভোর ৫ টার দিকে জয়পুরহাটে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।’

সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ।