Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি : শেখ মইনউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, বাস-ট্রাক চালকরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য তাদের স্বাস্থ্য ও চোখ ভালো রাখার মাধ্যমে আমরা সড়কে নিরাপদে চলাচল করতে পারি। তাই বাস-ট্রাক চালকদের স্বাস্থ্য ভালো থাকা আমাদের সবার জন্য জরুরি।

মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাস ও ট্রাকচালকদের চোখের দৃষ্টি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় চশমা সরবরাহসহ স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেজগাঁও-এ বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আয়োজনে বিভিন্ন ব্যবসায়িক, এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

শেখ মইনউদ্দিন বলেন, বিভিন্ন এনজিও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা না থাকলে আমাদের হয়তো এই সেবা দেওয়াটা সম্ভব হতো না। আমি এনজিওগুলোকে ধন্যবাদ জানাব, কারণ তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই সেবাটা দেওয়ার জন্য।

তিনি বলেন, আমি বাংলাদেশে খুব বেশিদিন হলো আসিনি। কিন্তু আমি যেটা শুনেছি, গত এক বছর ধরে আমাদের বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে আমরা যেভাবে কাজটা করেছি এটা দৃষ্টান্তমূলক। আমরা যেহেতু একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি সেহেতু একসঙ্গে কাজ করে কতগুলো জিনিস আমরা অ্যাডভান্স করে নিতে চাইছি। এর ভেতর একটি হলো আমাদের স্বাস্থ্য। এই স্বাস্থ্য পরীক্ষাটা আমাদের সবার জন্যই দরকার। কিন্তু সবচেয়ে বেশি দরকার- অধিকাংশ সময় যাদের রাস্তায় কাটে, আমাদের বাস ট্রাক ড্রাইভারদের। তাদের স্বাস্থ্যটা শুধু তাদের জন্যই জরুরি না। এটা সবার জন্য জরুরি। কারণ তারা আমাদের অর্থনীতিটা চালান। তাদের স্বাস্থ্যটা যদি আমরা না দেখতে পারি তাহলে সড়কে আমাদের নিরাপদ রাখবে কে?

সব বাস ও ট্রাক চালকদের এই সেবার আওতায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা আমাদের সবার জন্য ভালো সুযোগ, সরকারের জন্য ভালো, আপনাদের পার্সোনাল জীবনের জন্য ভালো। আমি সবাইকে আহ্বান করব আপনারা এই সেবাটা নিন। এই সুযোগটা আপনারা মিস করবেন না। আমার এটাই আহ্বান থাকবে এটা যেন একটা চলমান প্রক্রিয়ায় থাকে। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই সুযোগটা আমরা নষ্ট করে ফেলব।

ডিটিসিএ সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী অনুষ্ঠানে মোট ১০০০ জন বাস ও ট্রাক চালককে চোখের দৃষ্টি পরীক্ষার মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা সরবরাহ ও বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হবে। চালকদের চোখের সমস্যার কারণে সড়কে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। ফলে দুর্ঘটনা রোধে চোখ এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। মোট চারটি টার্মিনাল এবং তেজগাঁও বিআরটিসি কার্যালয়ে এই সেবা দেওয়া হবে।

চারটি ক্যাম্পের মাধ্যমে আজ তেজগাঁও বিআরটিসি কার্যালয়ে, আগামীকাল বুধবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এবং বৃহস্পতিবার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে এই সেবা দেওয়া হবে।

এই সেবার মাধ্যমে চালকদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অক্সিজেন লেভেল, চোখের প্রেশার, দৃষ্টিশক্তি, ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি : শেখ মইনউদ্দিন

প্রকাশের সময় : ০৪:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, বাস-ট্রাক চালকরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য তাদের স্বাস্থ্য ও চোখ ভালো রাখার মাধ্যমে আমরা সড়কে নিরাপদে চলাচল করতে পারি। তাই বাস-ট্রাক চালকদের স্বাস্থ্য ভালো থাকা আমাদের সবার জন্য জরুরি।

মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাস ও ট্রাকচালকদের চোখের দৃষ্টি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় চশমা সরবরাহসহ স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেজগাঁও-এ বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আয়োজনে বিভিন্ন ব্যবসায়িক, এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

শেখ মইনউদ্দিন বলেন, বিভিন্ন এনজিও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা না থাকলে আমাদের হয়তো এই সেবা দেওয়াটা সম্ভব হতো না। আমি এনজিওগুলোকে ধন্যবাদ জানাব, কারণ তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই সেবাটা দেওয়ার জন্য।

তিনি বলেন, আমি বাংলাদেশে খুব বেশিদিন হলো আসিনি। কিন্তু আমি যেটা শুনেছি, গত এক বছর ধরে আমাদের বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে আমরা যেভাবে কাজটা করেছি এটা দৃষ্টান্তমূলক। আমরা যেহেতু একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি সেহেতু একসঙ্গে কাজ করে কতগুলো জিনিস আমরা অ্যাডভান্স করে নিতে চাইছি। এর ভেতর একটি হলো আমাদের স্বাস্থ্য। এই স্বাস্থ্য পরীক্ষাটা আমাদের সবার জন্যই দরকার। কিন্তু সবচেয়ে বেশি দরকার- অধিকাংশ সময় যাদের রাস্তায় কাটে, আমাদের বাস ট্রাক ড্রাইভারদের। তাদের স্বাস্থ্যটা শুধু তাদের জন্যই জরুরি না। এটা সবার জন্য জরুরি। কারণ তারা আমাদের অর্থনীতিটা চালান। তাদের স্বাস্থ্যটা যদি আমরা না দেখতে পারি তাহলে সড়কে আমাদের নিরাপদ রাখবে কে?

সব বাস ও ট্রাক চালকদের এই সেবার আওতায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা আমাদের সবার জন্য ভালো সুযোগ, সরকারের জন্য ভালো, আপনাদের পার্সোনাল জীবনের জন্য ভালো। আমি সবাইকে আহ্বান করব আপনারা এই সেবাটা নিন। এই সুযোগটা আপনারা মিস করবেন না। আমার এটাই আহ্বান থাকবে এটা যেন একটা চলমান প্রক্রিয়ায় থাকে। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই সুযোগটা আমরা নষ্ট করে ফেলব।

ডিটিসিএ সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী অনুষ্ঠানে মোট ১০০০ জন বাস ও ট্রাক চালককে চোখের দৃষ্টি পরীক্ষার মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা সরবরাহ ও বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হবে। চালকদের চোখের সমস্যার কারণে সড়কে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। ফলে দুর্ঘটনা রোধে চোখ এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। মোট চারটি টার্মিনাল এবং তেজগাঁও বিআরটিসি কার্যালয়ে এই সেবা দেওয়া হবে।

চারটি ক্যাম্পের মাধ্যমে আজ তেজগাঁও বিআরটিসি কার্যালয়ে, আগামীকাল বুধবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এবং বৃহস্পতিবার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে এই সেবা দেওয়া হবে।

এই সেবার মাধ্যমে চালকদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অক্সিজেন লেভেল, চোখের প্রেশার, দৃষ্টিশক্তি, ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।