মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলায় দ্রুতগতির বাসের ধাক্কায় মোকারম হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোতালেব হোসেন (৩৮)।
শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকারম হোসেন এসিআই ফুডের বিক্রয় প্রতিনিধি এবং আহত মোতালেব হোসেন প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। মোকারমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং মোতালেবের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
পুলিশ জানা যায়, শুক্রবার সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী লোকাল বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোকারম। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। বামুন্দিতে বাসটি আটক করা হয়। আহত মোতালেবকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, মোকারম হোসেন ও মোতালেব হোসেন সাগর একটি বিক্রয় কোম্পানির প্রতিনিধি। তারা প্রতিদিনের মতো দুর্ঘটনার দিন বামন্দী এলাকার বিভিন্ন দোকানে মালামাল অর্ডার নেওয়ার জন্য যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনা স্থলের সড়ক ভাঙ্গা। ভাঙ্গা সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সড়কের প্রতিটা স্থান মরন ফাঁদে পরিণত হয়েছে। প্রাথমিক সংস্কার না করলে আবারো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন, বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুর জেলা প্রতিনিধি 





















