স্পোর্টস ডেস্ক :
২০০৮ সালে বার্সেলোনার জার্সিতে লা লিগায় অভিষিক্ত সার্জিও বুসকেটস ইতিমধ্যে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে মৌসুম শেষেই কাতালান ছাড়ার ঘোষণা দিয়েছেন। এবার তার দেখানো পথে হাঁটলেন জর্ডি আলবাও। চলতি মৌসুম শেষেই কাতালান ছাড়ছেন তিনি, এমনটাই জানিয়েছে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম।
ক্লাবের বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, বার্সার সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে আগামী ১ জুন বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলবা।
২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে আসা আলবা এখন পর্যন্ত সাড়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। যেখানে ছয়টি লা লিগা শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। অপরদিকে চলতি লা লিগার শিরোপা পুনরুদ্ধারে এ মৌসুমে আলবা প্রায় নিয়মিতই শুরুর একাদশে রেখেছিলেন জাভি। তবে আলেজান্দ্রো কাছে তার শুরুর স্থানটি হারিয়ে ফেলে ফলে স্পষ্ট হয়ে যায় যে ক্লাবে জাভির পরিকল্পনায় তার কোন বিশিষ্ট ভূমিকা নেই।
বার্সা সঙ্গে আলবার চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু আর্থিক চাপে থাকা ক্লাবটি তাকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কারণ পরের মৌসুমে সবমিলিয়ে তার বেতন বাবদ প্রায় ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। এ অবস্থায় বেতন কমানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল আলবাকে। তবে আলবা এবার নতুন চ্যালেঞ্জ নিতে চান। তাই পুরনো ঠিকানা ছেড়ে নতুন কোথাও পাড়ি জমাবেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডার।
বুসকেটসের মতো আলবাও বার্সার থেকে মোটা অঙ্কের অর্থ বেতন নেন। তাকে বার্সা মৌসুম শেষে অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা ভাবছিল। তার আগে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই স্প্যানিশ লেফট ব্যাক।
এদিকে বিভিন্ন আর্ন্তজার্তিক গণমাধ্যমের তথ্য অনুসারে, মেসিকে আনতে লা লিগা কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়ে গেছে বার্সেলোনা। আর এরই মধ্যে বুসকেটসের ও আলবার ক্লাব ছেড়ে দেওয়া ঘোষণা কাতালান শিবিরে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র জন্য অনেকটায় সুবিধায় এনে দিবে। আর এতেই বার্সা ও মেসির ভক্তরা স্বপ্ন বুনতে শুরু করেছেন কাতালান শিবিরে লা পুলগাকে আবারও দেখবেন বলে।
২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সায় যোগ দেওয়া আলবা বার্সায় ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে ও ২০১৫ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এই সময়ে ৪৫৮টি ম্যাচ খেলেছেন। শিরোপা ঘরে তোলা এই মৌসুমেও খেলেছেন ২৯টি।
পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ হলেও জর্ডিকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছে বার্সা, ‘বার্সেলোনা সব সময়ই জর্ডির জন্য নিজের ঘর হয়ে থাকবে।’
সার্জিও বুসকেটস, আলবা ক্লাব ছাড়ায় এটা বোঝাই যাচ্ছে নতুনদের দলে ভেড়াতে ফিনানশিয়াল ফেয়ার প্লে নীতি অনুসরণ করতেই দলে কাটছাট করছে তারা। যার মূল উদ্দেশ্য আর্থিক বিষয়টাতে একটা ভারসাম্য আনা।