Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বার্ড স্ট্রাইক, বেঙ্গালুরুতে ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিজয়াওয়াডা বিমানবন্দরে ‘বার্ড স্ট্রাইক’ এর কারণে ফ্লাইট বাতিল করেছে দেশটির ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, ফ্লাইটের নির্ধারিত সময়ে বিমানটি টেকঅফের জন্য যখন বিমানবন্দরের রানওয়েতে ছোটা (ট্যাক্সিং) শুরু করে, সেসময় উড়োজাহাজটির নাক (উড়োজাহাজের একদম সামনের অংশ)-এর সঙ্গে সংঘর্ষ হয় একটি ঈগলের। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেন পাইলটরা।

অন্ধ্রের বিজায়াওয়াডা শহর থেকে আরেক দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী ছিলেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইট বাতিলের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া, সেই সঙ্গে যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করে দিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর বিমানবন্দরের রানওয়ে থেকে টেকঅফ করার পর বার্ড স্ট্রাইকের কারণে ফের বিমানবন্দরে ফিরে এসেছিল অপর ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ১৬৫ জন যাত্রী নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল। বিমানবন্দরে উড়োজাহাজটি ফিরে আসার পর বাতিল ঘোষণা করা হয় ফ্লাইটটিকে।

প্রসঙ্গত, আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখি কিংবা বাদুড়ের সংঘর্ষকে বার্ড স্ট্রাইক বলা হয়। আকাশে এমন ঘটনা প্রায়েই হয় এবং অনেক সময় বিমানের প্রপেলারের মধ্যে পাখি ঢুকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। বার্ড স্ট্রাইকের জেরে মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হওয়া এবং সব যাত্রীর মৃত্যু— এমন ঘটনা বহুবার ঘটেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বার্ড স্ট্রাইক, বেঙ্গালুরুতে ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

বার্ড স্ট্রাইক, বেঙ্গালুরুতে ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

প্রকাশের সময় : ০৮:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিজয়াওয়াডা বিমানবন্দরে ‘বার্ড স্ট্রাইক’ এর কারণে ফ্লাইট বাতিল করেছে দেশটির ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, ফ্লাইটের নির্ধারিত সময়ে বিমানটি টেকঅফের জন্য যখন বিমানবন্দরের রানওয়েতে ছোটা (ট্যাক্সিং) শুরু করে, সেসময় উড়োজাহাজটির নাক (উড়োজাহাজের একদম সামনের অংশ)-এর সঙ্গে সংঘর্ষ হয় একটি ঈগলের। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেন পাইলটরা।

অন্ধ্রের বিজায়াওয়াডা শহর থেকে আরেক দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী ছিলেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইট বাতিলের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া, সেই সঙ্গে যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করে দিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর বিমানবন্দরের রানওয়ে থেকে টেকঅফ করার পর বার্ড স্ট্রাইকের কারণে ফের বিমানবন্দরে ফিরে এসেছিল অপর ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ১৬৫ জন যাত্রী নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল। বিমানবন্দরে উড়োজাহাজটি ফিরে আসার পর বাতিল ঘোষণা করা হয় ফ্লাইটটিকে।

প্রসঙ্গত, আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখি কিংবা বাদুড়ের সংঘর্ষকে বার্ড স্ট্রাইক বলা হয়। আকাশে এমন ঘটনা প্রায়েই হয় এবং অনেক সময় বিমানের প্রপেলারের মধ্যে পাখি ঢুকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। বার্ড স্ট্রাইকের জেরে মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হওয়া এবং সব যাত্রীর মৃত্যু— এমন ঘটনা বহুবার ঘটেছে।