Dhaka শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দুপুরে সাড়ে ১২টার দিকে বাবা হওয়া সুখবর জানিয়েছেন অভিনেতা। বর্তমানে মা ও কন্যা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অপূর্ব।

ফেসবুকে নবজাতকের হাতের ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ফুটফুটে কন্যাসন্তান আগমনের ঘোষণা দিচ্ছি। পৃথিবীতে স্বাগতম মিষ্টি আনায়া।’

সন্তানের জন্য দোয়া কামনা করে অভিনেতা লিখেছেন, ‘দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আপনারা আমাদের প্রতি যে অফুরন্ত ভালোবাসা ও সমর্থন করেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

অভিনেতা বাবা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে পোস্টের মন্তব্যের ঘর।

২০২১ সালের সেপ্টেম্বরে চুপিসারে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন এই অভিনেতা। এটি ছিল এই অভিনেতার তৃতীয় বিয়ে। আর শাম্মার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। এই ঘরে তাদের পুত্রসন্তান রয়েছে। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন এই অভিনেতা।

 

আবহাওয়া

বাবা হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

প্রকাশের সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক :

বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দুপুরে সাড়ে ১২টার দিকে বাবা হওয়া সুখবর জানিয়েছেন অভিনেতা। বর্তমানে মা ও কন্যা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অপূর্ব।

ফেসবুকে নবজাতকের হাতের ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ফুটফুটে কন্যাসন্তান আগমনের ঘোষণা দিচ্ছি। পৃথিবীতে স্বাগতম মিষ্টি আনায়া।’

সন্তানের জন্য দোয়া কামনা করে অভিনেতা লিখেছেন, ‘দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আপনারা আমাদের প্রতি যে অফুরন্ত ভালোবাসা ও সমর্থন করেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

অভিনেতা বাবা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে পোস্টের মন্তব্যের ঘর।

২০২১ সালের সেপ্টেম্বরে চুপিসারে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন এই অভিনেতা। এটি ছিল এই অভিনেতার তৃতীয় বিয়ে। আর শাম্মার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। এই ঘরে তাদের পুত্রসন্তান রয়েছে। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন এই অভিনেতা।