Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন জাস্টিন বিবারের স্ত্রী হেইলি। স্ত্রীকে সঙ্গে নিয়ে ফাঁস হয়েছিল বেশ কিছু গোপন ছবিও। এবার স্ত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই আনুষ্ঠানিকভাবে খবরটি দিয়েছেন গায়ক। আরও অবাক করা খবর হলো সন্তান আসা এ উপলক্ষে বিবার বিয়ের পিঁড়িতে বসেছেন আবারও । একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।

তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা খ্রিস্টান ধর্মমতে ফাদারের সামনে স্ত্রী হেইলিকেই বিয়ে করেছেন বিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেরাই জানিয়েছেন সন্তান আগমের বিষয়ে। ইয়নের এক প্রতিবেদনে উঠে এসেছে জাস্টিন এবং হেইলির বিষয়ে বিস্তারিত খবর।

গুঞ্জন চলছিল ভালো যাচ্ছে না বিবার এবং হেইলির সংসার। কয়েক দফা এসেছিল তাদের বিচ্ছেদের খবর। তবে সব মিথ্যা করে এবারে নিজেদের খবর দিয়েছেন এই তারকা দম্পতি। হেইলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জাস্টিন বিবার। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে তাদের দেখা গিয়েছে বিয়ের পোশাকে। প্রথম সন্তান আগমনের খুশিতে ফের বিয়ে করেছেন জাস্টিন বিবার এবং হেইলি। সেই ভিডিও নিজেই এখন চলছে নেটিজেনদের চর্চা। হেইলি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রীষ্মের শেষের দিকে জুনিয়র বিবারকে স্বাগত জানাতে পারেন ভক্তরা। এই সময়ে স্ত্রীর পাশে থাকছেন বিবার।

জাস্টিন-হেইলি দম্পতিতে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। অনেকেই বলছেন সম্পর্ক আরও পাকাপোক্ত করতেই ফের বিয়ে করেছেন বিবার এবং হেইলি। কয়েকজন জানতে চেয়েছেন জুনিয়র বিবার ছেলে নাকি মেয়ে।

dhakapost

একসময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপতারকা সেলেনা গোমজের। দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। গোমেজ ভক্তদের দাবি, সেলেনা গোমেজের কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন হেইলি। জাস্টিন-গোমেজ সম্পর্ক ভাঙার মুল কারিগর তিনিই। জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে হেইলির সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন গোমেজ।

একে অপরের মুখও দেখেননি। তবে সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাদের মাঝে তিক্ততার বরফও গলতে শুরু করেছে। গোমেজও মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, হেইলির সঙ্গে তার কোনো বিবাদ নেই।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।

২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার

প্রকাশের সময় : ০৫:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

বিনোদন ডেস্ক : 

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন জাস্টিন বিবারের স্ত্রী হেইলি। স্ত্রীকে সঙ্গে নিয়ে ফাঁস হয়েছিল বেশ কিছু গোপন ছবিও। এবার স্ত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই আনুষ্ঠানিকভাবে খবরটি দিয়েছেন গায়ক। আরও অবাক করা খবর হলো সন্তান আসা এ উপলক্ষে বিবার বিয়ের পিঁড়িতে বসেছেন আবারও । একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।

তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা খ্রিস্টান ধর্মমতে ফাদারের সামনে স্ত্রী হেইলিকেই বিয়ে করেছেন বিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেরাই জানিয়েছেন সন্তান আগমের বিষয়ে। ইয়নের এক প্রতিবেদনে উঠে এসেছে জাস্টিন এবং হেইলির বিষয়ে বিস্তারিত খবর।

গুঞ্জন চলছিল ভালো যাচ্ছে না বিবার এবং হেইলির সংসার। কয়েক দফা এসেছিল তাদের বিচ্ছেদের খবর। তবে সব মিথ্যা করে এবারে নিজেদের খবর দিয়েছেন এই তারকা দম্পতি। হেইলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জাস্টিন বিবার। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে তাদের দেখা গিয়েছে বিয়ের পোশাকে। প্রথম সন্তান আগমনের খুশিতে ফের বিয়ে করেছেন জাস্টিন বিবার এবং হেইলি। সেই ভিডিও নিজেই এখন চলছে নেটিজেনদের চর্চা। হেইলি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রীষ্মের শেষের দিকে জুনিয়র বিবারকে স্বাগত জানাতে পারেন ভক্তরা। এই সময়ে স্ত্রীর পাশে থাকছেন বিবার।

জাস্টিন-হেইলি দম্পতিতে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। অনেকেই বলছেন সম্পর্ক আরও পাকাপোক্ত করতেই ফের বিয়ে করেছেন বিবার এবং হেইলি। কয়েকজন জানতে চেয়েছেন জুনিয়র বিবার ছেলে নাকি মেয়ে।

dhakapost

একসময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপতারকা সেলেনা গোমজের। দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। গোমেজ ভক্তদের দাবি, সেলেনা গোমেজের কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন হেইলি। জাস্টিন-গোমেজ সম্পর্ক ভাঙার মুল কারিগর তিনিই। জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে হেইলির সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন গোমেজ।

একে অপরের মুখও দেখেননি। তবে সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাদের মাঝে তিক্ততার বরফও গলতে শুরু করেছে। গোমেজও মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, হেইলির সঙ্গে তার কোনো বিবাদ নেই।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।

২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।