চাঁদপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে বিনোদন, খেলাধুলা চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ইতোমধ্যে প্রবীণদের জন্য ১৩টি শান্তি নিবাস তৈরি হয়েছে। আরও তৈরি হবে। একই সঙ্গে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার হবে। এটি পাইলট বেসিসে প্রথমে একটি শুরু হবে। সেটির সাফল্য দেখে তারপর আমরা আরও প্রয়োজন হলে করব।’
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেকের বাড়িতেই যে মা-বাবা আছেন, দিনের বেলায় একা থাকার বদলে তাদের সমবয়সী যারা আছেন তাদের সঙ্গে একটি জায়গায় থাকবেন। সেখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে, খেলাধুলার ব্যবস্থা থাকবে, শরীর চর্চার ব্যবস্থা থাকবে, নানা রকম ফিজিওথেরাপি ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। তিনি তার সমবয়সীদের সাথে একটি সুন্দর সময় কাটানোর পর আবার সন্ধ্যাবেলা তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব জিরো টলারেন্স অনুসরণ করা। ঠিক আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজু রহমান টুটুল, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।