বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়ির খামতাম পাড়ার কাছে পাহাড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএ) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ৭ জনকে হত্যার কথা স্বীকার করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির খাং বম, বয়রেম বম, জাহিম বম, লাল লিয়ান বম, লালঠা জার বম। তবে অন্যদের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে আট জনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।