নিজস্ব প্রতিবেদক :
আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে এই নির্দেশনা দেওয়া হয়।
ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের এমডিরা যাতে নিরীক্ষায় কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য তাদেরকে বাধ্যতামূলক সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম না পেলে তারা ছুটি শেষে যোগদান করে দায়িত্ব পালন করতে পারবেন। আর কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মের ফলে যেসব ব্যাংক খাদের কিনারে অবস্থান করছে সেগুলোর মধ্যে এই ব্যাংকগুলোও রয়েছে। এসব ব্যাংকের কেলেঙ্কারির তথ্য উদঘাটনে শিগগিরই ‘ফরেনসিক অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স। এরই অংশ হিসেবে ব্যাংকগুলোর এমডিকে অপসারণে সিদ্ধান্ত হয়। কারণ এসব ব্যাংকের এমডিরা আগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়ে ছিলেন, তাই তাদের দায়িত্বে রেখে অডিট প্রশ্নবিদ্ধ হতে পারে। এজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।