Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবক না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বাড্ডার কবরস্থান রোডের খেলার মাঠের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভির (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে বাড্ডার কবরস্থান রোড খেলার মাঠ এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তানভীর।

নিহত তানভীর মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। তিনি মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন। একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত তানভীরের মা তানিয়া বেগম বলেন, আমার ছেলে একটি ফ্রিজের দোকানে কাজ করতো। বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে দোকানের কাজ শেষে মধ্যবাড্ডা কবরস্থান এলাকায় দিয়ে হেঁটে বাসায় ফিরছিল সে। ওই সময় স্থানীয় সিনিয়র গ্রুপের পাঁচ-ছয়জন আমার ছেলেকে ছুরিকাঘাতে করে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ছেলে মারা যায়।

তানিয়া বেগম আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার তুরকি এলাকা। মধ্যবাড্ডার কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকি আমরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সিনিয়র-জুনিয়র দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল রাতে নিহতের বাবা সাহাদুল্লাহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাসানুর রহমান বলেন, মামলা হওয়ার পর গতকাল রাতেই বাড্ডার কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত শাওন, হাবিব ও স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবক না ফেরার দেশে

প্রকাশের সময় : ০২:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বাড্ডার কবরস্থান রোডের খেলার মাঠের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভির (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে বাড্ডার কবরস্থান রোড খেলার মাঠ এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তানভীর।

নিহত তানভীর মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। তিনি মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন। একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত তানভীরের মা তানিয়া বেগম বলেন, আমার ছেলে একটি ফ্রিজের দোকানে কাজ করতো। বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে দোকানের কাজ শেষে মধ্যবাড্ডা কবরস্থান এলাকায় দিয়ে হেঁটে বাসায় ফিরছিল সে। ওই সময় স্থানীয় সিনিয়র গ্রুপের পাঁচ-ছয়জন আমার ছেলেকে ছুরিকাঘাতে করে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ছেলে মারা যায়।

তানিয়া বেগম আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার তুরকি এলাকা। মধ্যবাড্ডার কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকি আমরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সিনিয়র-জুনিয়র দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল রাতে নিহতের বাবা সাহাদুল্লাহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাসানুর রহমান বলেন, মামলা হওয়ার পর গতকাল রাতেই বাড্ডার কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত শাওন, হাবিব ও স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।