Dhaka বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী মধ্য বাড্ডা কমিশনার গলি এলাকার একটি কাঠ ও টিনশেডের দ্বিতল বাসার নিচ থেকে মো. মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মামুন গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার আগলি গ্রামে আব্দুল খালেক শিকদারের সন্তান।

বাড্ডা থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ হাসানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ভোরের দিকে মধ্য বাড্ডা কমিশনার গলিখ-১৮৯ নং বিকাশের মেয়ের কাঠ ও টিনের দ্বিতল ভবনের নিচ থেকে মামুন শিকদারে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না।

তিনি আরো বলেন, নিহত মামুনের থুতনির নিচে গলায় একটি গোলাকার চিহ্ন পাওয়া গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা গুলির চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের ভেতরের ভূতরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে : রিজভী

বাড্ডায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী মধ্য বাড্ডা কমিশনার গলি এলাকার একটি কাঠ ও টিনশেডের দ্বিতল বাসার নিচ থেকে মো. মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মামুন গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার আগলি গ্রামে আব্দুল খালেক শিকদারের সন্তান।

বাড্ডা থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ হাসানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ভোরের দিকে মধ্য বাড্ডা কমিশনার গলিখ-১৮৯ নং বিকাশের মেয়ের কাঠ ও টিনের দ্বিতল ভবনের নিচ থেকে মামুন শিকদারে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না।

তিনি আরো বলেন, নিহত মামুনের থুতনির নিচে গলায় একটি গোলাকার চিহ্ন পাওয়া গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা গুলির চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।