বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে নসিমন উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দুইটায় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের দুইজনকে খুলনা এবং অপরজনকে মোংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক বলেন, তাঁরা পেশায় ধান কাটা শ্রমিক। সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। পারিশ্রমিক বাবদ তাঁরা ৭১ বস্তা ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী নসিমন করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, ভোরে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন মৃত এবং তিনজন বেশ আহত ছিল। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হবে।