Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগদান সারলেন হাসান মাহমুদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ২০৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম পেসার হাসান মাহমুদ। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করছেন লক্ষ্মীপুরের এই পেসার। এরই মাঝে বাগদান সেরেছেন হাসান। ছেলের অনুশীলন দেখতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন হাসানের বাবা।

হাসান যখন অনুশীলন করছিলেন, তখন তার বাবাকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়েয়ে থাকতে দেখা যায়। দুই শিশু হল হাসানের ভাগ্নে। এ সময় হাসানের পেস বিভাগের সতীর্থ তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ খালেদ দিয়েছেন খুশির এক সংবাদ।

বুধবার (৭ জুন) ছেলের বাগদান অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন হাসানের বাবা। এদিকে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ।

পরবর্তীতে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে বিশ্বকাপের পর। এমনকি নিজ এলকায় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।

বয়স মোটে ২৩, কিন্তু চরম চাপের মুহূর্তেই শান্ত থাকার গুণের জন্য এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন হাসান। সংসার জীবনও শুরু করতে যাচ্ছেন কম বয়সেই। মায়াবী চেহারার হাসান দারুণ নৈপুণ্য ও শান্ত স্বভাবের জন্য বেশ জনপ্রিয় নারীমহলেও। এবার তাদের হৃদয় ভেঙে বিয়ের পিড়িতে বসছেন এক দিকে থিতু হতে।

২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেন হাসান। এরপরে ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ইনজুরির কারণে লম্বা সময় ছিলেন বাইরে। এরপর ফিরে হাসান খেলছেন দুর্দান্ত। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসান নিয়েছেন সমান ১৮টি উইকেট করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাগদান সারলেন হাসান মাহমুদ

প্রকাশের সময় : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম পেসার হাসান মাহমুদ। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করছেন লক্ষ্মীপুরের এই পেসার। এরই মাঝে বাগদান সেরেছেন হাসান। ছেলের অনুশীলন দেখতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন হাসানের বাবা।

হাসান যখন অনুশীলন করছিলেন, তখন তার বাবাকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়েয়ে থাকতে দেখা যায়। দুই শিশু হল হাসানের ভাগ্নে। এ সময় হাসানের পেস বিভাগের সতীর্থ তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ খালেদ দিয়েছেন খুশির এক সংবাদ।

বুধবার (৭ জুন) ছেলের বাগদান অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন হাসানের বাবা। এদিকে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ।

পরবর্তীতে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে বিশ্বকাপের পর। এমনকি নিজ এলকায় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।

বয়স মোটে ২৩, কিন্তু চরম চাপের মুহূর্তেই শান্ত থাকার গুণের জন্য এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন হাসান। সংসার জীবনও শুরু করতে যাচ্ছেন কম বয়সেই। মায়াবী চেহারার হাসান দারুণ নৈপুণ্য ও শান্ত স্বভাবের জন্য বেশ জনপ্রিয় নারীমহলেও। এবার তাদের হৃদয় ভেঙে বিয়ের পিড়িতে বসছেন এক দিকে থিতু হতে।

২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেন হাসান। এরপরে ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ইনজুরির কারণে লম্বা সময় ছিলেন বাইরে। এরপর ফিরে হাসান খেলছেন দুর্দান্ত। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসান নিয়েছেন সমান ১৮টি উইকেট করে।