বিনোদন ডেস্ক :
বাগদান সারলেন ‘দিল আমার’ ও ‘মেঘমিলন’ গানের মাধ্যমে সবার কাছে পরিচিত গায়ক তানজীব সারোয়ার। কনের নাম সাবা সানজিদা রহমান। তিনি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি প্রকৌশল কোরের লেফটেন্যান্ট।
বাগদানের খবরটি নিশ্চিত করেছেন তানজীব সারোয়ার নিজেই।
শনিবার (১১ অক্টোবর) তানজিব সারোয়ার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।
ফেসবুকে খবরটি জানানোর পর থেকেই অভিনন্দনে ভাসছেন এই গায়ক।
তানজীব সারোয়ার বলেন, ‘হ্যাঁ আমাদের এনগেজমেন্ট হয়েছে গতকাল (শুক্রবার)। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবাইকে বলার সেভাবে সুযোগ হয়নি। একেবারে বিয়ের সময় সবাইকে বলবো। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কেননা এখনো অনুমোদন পায়নি সাবা।
কনে সম্পর্কে তানজীব সারোয়ার বলেন, আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং, ও আর্মি অফিসার আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল; আমি এমনটা দেখিনি, আপনি কী দেখেছেন? আমার মনে হয় না- কোথাও না কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।
অ্যারেঞ্জ ম্যারেজের পূর্বেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে আলোচিত এই গায়ক বললেন, ওর সঙ্গে কথা হতো আমার। একটা সময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। পড়ে তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বললো সে আর্মিতে রয়েছে। আমি অবাক হয়েছি আসলে। কিন্তু এখন বেশ অন্য রকম লাগছে।
তানজীব সারোয়ারের হবু স্ত্রী সানজিদা রহমানের সম্পর্কে জানা যায়, তিনি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি প্রকৌশল কোরের লেফটেন্যান্ট।
তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’।
সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তার।