বিনোদন ডেস্ক :
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আংটিবদল হল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার। দিল্লির কাপউরথালা হাউসে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন দুই তারকা।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে বাগদান সারলেন তারা। দুজনেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবিও পোস্ট করে অনুরাগীদের জানান দিয়েছেন।
আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডার সঙ্গে আংটিবদলের পরে সামাজিক মাধ্যমের পাতায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
তাতে দেখা যায়, সাদা রঙের পাঞ্জাবি-স্যুট পরেছেন রাঘব, আর পরিণীতির পরনে গোলাপি আভার পোশাক। যুগলের পরনে সাদা পোশাক, অনামিকায় বাগদানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব।
বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া, মণীশ মলহোত্রর মতো মায়ানগরীর পরিচিত মুখেরা। ছিলেন আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনই এ ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউ-ই। সম্প্রতি বারবার তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনো কোনো রেস্তোরাঁয় তো কখনো আইপিএল দেখতে মাঠে।
এ আবহেই শোনা গিয়েছিল, খুব শিগগির আংটিবদল সেরে সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দেবেন তারা। ধীরে ধীরে নজরে পড়তে থাকে প্রস্তুতিও। দিন দুই-তিন আগেই একসঙ্গে দিল্লি পাড়ি দেন অভিনেত্রী ও রাজনীতিক।
অনুষ্ঠান শেষে নিজেরাই ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিলেন। তাদের পোস্টে তারকা থেকে শুরু করে অনুরাগী, সবাই শুভেচ্ছায় ভাসিয়েছেন।
রাঘব চাড্ডা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি যা প্রার্থনা করেছি… ও হ্যাঁ বলেছে।’
অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও। একই ঢঙে লেখেন, আমি যা প্রার্থনা করেছি… আমি হ্যাঁ বলেছি।
এদিকে পরিণীতির বাগদানে অংশ নিতে দূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, অভিনন্দন তিশা (পরিণীতিকে তিনি তিশা বলে ডাকেন) ও রাঘব । বিয়ের জন্য তর সইছে না। তোমাদের দুজন এবং পরিবারকে নিয়ে খুব আনন্দিত আমি। সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে দারুণ লাগলো।
অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কালো শেরওয়ানি পরে দেখা গেল মনিশ মালহোত্রাকে।
উল্লেখ্য,পরিণীতি চোপড়া ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে দেখা গেছে ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘গোলমাল এগেইন’, ‘উঁচাই’ ইত্যাদি ছবিতে। অন্যদিকে ৩৩ বছর বয়সী রাঘব চাড্ডা আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন।