বিনোদন ডেস্ক :
সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম। নিয়মিত বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সরব আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
তবে ব্যক্তিগত বিষয় খুব বেশি একটা সামনে না আসলেও এবার ফেসবুকে দেখা মিলল হাতে আংটি দেওয়ার ছবি। রোববার (৫ নভেম্বর) রাতে আংটি হাতে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, অবশেষে এটা হতে যাচ্ছে। এরপরই মূলত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় যে নাবিলা বাগদান করছেন। এখন সময়ই বলে দিবে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে।
ছবিটি পোস্ট করার পর অনেকের ধারণা করছেন নাবিলা বাগদান সেরেছেন। আবার অনেকে বিষয়টা নাটকের দৃশ্য বলেন মনে করছেন।
অভিনেত্রী নাবিলা জানালেন, পারিবারিকভাবে এটা বলতে নিষেধ আছে। সো এর উত্তর জানতে হলে আসলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এই টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সবকিছুই ঠিক আছে।
উল্লেখ্য, নাবিলা ইসলামের জন্ম চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। এমবিএ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে। মডেলিংয়ে ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন তিনি।