Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাগদানের আংটি প্রকাশ্যে আনলেন রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি- সবখানেই জোর আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এবার সেই গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ করলেন রাশমিকা নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে জানা যায়, সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য জগপতিবাবুর জনপ্রিয় টক শো-তে হাজির হন রাশমিকা মন্দানা। শো-এর প্রচারিত প্রোমোতে দেখা যায়, উপস্থাপক বারবার বিজয় দেবরকোন্ডার প্রসঙ্গ তুললে রাশমিকা হঠাৎই হাসিমুখে নিজের আঙুলে থাকা একটি আংটি দেখিয়ে দেন।

অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টক শো চলাকালীন বারবার রশ্মিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি!

সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি কি তুমি এই বিজয়ের (সাফল্যের) মালিক?

জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা। রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’

সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।

শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই এই জনপ্রিয় জুটির বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে বিয়ের তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আবহাওয়া

মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণের সুপারিশ

বাগদানের আংটি প্রকাশ্যে আনলেন রাশমিকা

প্রকাশের সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি- সবখানেই জোর আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এবার সেই গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ করলেন রাশমিকা নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে জানা যায়, সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য জগপতিবাবুর জনপ্রিয় টক শো-তে হাজির হন রাশমিকা মন্দানা। শো-এর প্রচারিত প্রোমোতে দেখা যায়, উপস্থাপক বারবার বিজয় দেবরকোন্ডার প্রসঙ্গ তুললে রাশমিকা হঠাৎই হাসিমুখে নিজের আঙুলে থাকা একটি আংটি দেখিয়ে দেন।

অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টক শো চলাকালীন বারবার রশ্মিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি!

সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি কি তুমি এই বিজয়ের (সাফল্যের) মালিক?

জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা। রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’

সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।

শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই এই জনপ্রিয় জুটির বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে বিয়ের তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।