পুলিশি বাধার মুখে পন্ড হয়ে গেল পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী। রোববার বেলা ১১টায় সাবেক সাংসদ সহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রদলে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক সাংসদ সহিদুল আলমের বাসভবনের সামনে থেকে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে একটি র্যালী বের হলে, পুলিশের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়।
আরও পড়ুন : বাউফলে ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি পালন
পড়ে নেতাকর্মীরা সাবেক সাংসদ সহিদুল আলমের বাসভবনে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সহিদুল আলম তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রদলের নব গঠিত কমিটির এক নম্বর যুগ্ম আহব্বায়ক তৌসিকুর রহমান রাফা ও শফিকুর রহমান সোহেল প্রমুখ।