পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু মোতালিব একই গ্রামের সোহেল প্যাদার ছেলে। মোতালিব ছিল তিন বোনের একমাত্র ভাই। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোতালিবের বোন তাকে একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি বড় টুকরা তার গলায় আটকে যায়। তখন অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনেরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।
শিশুর মা নাসরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিন মেয়ের পর একমাত্র ছেলে ছিল মোতালেব। ছোট দুই ছেলে-মেয়েকে কলা খেতে দিয়েছিলাম। এরপর কী হলো কিছুই বুঝে উঠতে পারিনি।
নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার আগেই সে শেষ নিশ্বাস ত্যাগ করে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, এর আগেও গলায় কলা আটকে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের ধারাণা, গলায় কলা আটকে শ্বাসরোধে শিশুটি মারা গেছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল শিশুটিকে।