পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে (৭৬) উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার করার পর শিবানন্দ রায় বণিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বাউফল থানায় নিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বিস্তারিত জানাবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জানুয়ারি) কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ টাকা পয়সার হিসেব করছিলেন শিবানন্দ রায় বনিক। এ সময় তার দুই কর্মচারী শংকর ও তাপসও সঙ্গে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ ৭-৮ জনের ডাকাত দল সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে শংকর ও তাপসের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন ডাকাতরা। লুট করে দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকা। এরপরে ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। শিবানন্দের দোকান সংলগ্ন আলগী নদী হয়ে ট্রলার যোগে তাকে নিয়ে তেঁতুলিয়া নদীর দিকে চলে যায় ডাকাত দলের সদস্যরা। গতকাল রোববার উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।