Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : র‌্যাবের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : 

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন,‘বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।’

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের ডগস্কোয়াড আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে, মোটরসাইকেল ও গাড়ির টহল টিম কাজ করছে। সাইবার নিরাপত্তার বিষয়টিতেও র‌্যাব অন্তত গুরুত্বের সাথে কাজ করছে যেন কেউ অপপ্রচার, ভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে।”

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছিল। পূজা হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে। খুব সুন্দরভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি।

তিনি আরো বলেন, আমরা সমন্বয় করে কাজ করছি। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও আছে, অন্যান্য সংস্কৃতির গোষ্ঠী, জনপ্রতিনিধি সবার সাথে সমন্বয় করে এ অনুষ্ঠান যেন সুন্দরভাবে করা যায় সেভাবে কাজ করছি।

এবার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ‘অনেক ভালো’ দাবি করে : র‌্যাবের মহাপরিচালক বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময়ে ঝামেলামুক্তভাবে রমজান, ঈদ, বড়দিন, হিন্দুদের বড় উৎসব পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এবারও আশা করি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে বর্ষবরণ অনুষ্ঠান পালন করব।

ঢাকা শহরের বিভিন্ন স্থানে বর্ষবরণকে কেন্দ্র করে অনুষ্ঠান রয়েছে, সে কথা তুলে ধরে শহিদুর রহমান বলেন, চারুকলায় আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূলের অনুষ্ঠান, রবীন্দ্র সরোবরে, হাতিরঝিলে এসব অনুষ্ঠান ঘিরে সবরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ পোড়ানোর ঘটনায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা, তা তদন্ত করে দেখার কথা জানিয়ে শহিদুর রহমান বলেন, যে ঘটনাটি ঘটেছে, তার তদন্ত হবে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিলেন, তাদের কোনো ঘাটতি ছিল কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : র‌্যাবের মহাপরিচালক

প্রকাশের সময় : ১১:৫৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন,‘বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।’

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের ডগস্কোয়াড আছে, সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে, মোটরসাইকেল ও গাড়ির টহল টিম কাজ করছে। সাইবার নিরাপত্তার বিষয়টিতেও র‌্যাব অন্তত গুরুত্বের সাথে কাজ করছে যেন কেউ অপপ্রচার, ভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে।”

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছিল। পূজা হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে। খুব সুন্দরভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি।

তিনি আরো বলেন, আমরা সমন্বয় করে কাজ করছি। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও আছে, অন্যান্য সংস্কৃতির গোষ্ঠী, জনপ্রতিনিধি সবার সাথে সমন্বয় করে এ অনুষ্ঠান যেন সুন্দরভাবে করা যায় সেভাবে কাজ করছি।

এবার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ‘অনেক ভালো’ দাবি করে : র‌্যাবের মহাপরিচালক বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময়ে ঝামেলামুক্তভাবে রমজান, ঈদ, বড়দিন, হিন্দুদের বড় উৎসব পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এবারও আশা করি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে বর্ষবরণ অনুষ্ঠান পালন করব।

ঢাকা শহরের বিভিন্ন স্থানে বর্ষবরণকে কেন্দ্র করে অনুষ্ঠান রয়েছে, সে কথা তুলে ধরে শহিদুর রহমান বলেন, চারুকলায় আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূলের অনুষ্ঠান, রবীন্দ্র সরোবরে, হাতিরঝিলে এসব অনুষ্ঠান ঘিরে সবরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ পোড়ানোর ঘটনায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা, তা তদন্ত করে দেখার কথা জানিয়ে শহিদুর রহমান বলেন, যে ঘটনাটি ঘটেছে, তার তদন্ত হবে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিলেন, তাদের কোনো ঘাটতি ছিল কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।