নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব জনাব মোঃ গোলাম রসুল (বাবুল) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানীত সভাপতি জনাব মসিউর রহমান রাঙ্গা,এম,পি, মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্যাহ এক শোক প্রকাশ করেন।
তারা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিতে মরহুম মোঃ গোলাম রসুল(বাবুল) সুদীর্ঘকালের নেতৃত্ব এবং সমিতি ও মালিকদের প্রতি তাঁর অকৃত্রিম অবদান সর্বজন স্বীকৃত । মানবিক গুনাবলীতে সমৃদ্ধ এবং শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব ছিলেন । সড়ক পরিবহন খাতের বিকাশ ও উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এ অপূরনীয় ক্ষতি সহ্য করার তওফিক তাঁর পরিবারকে দান করার জন্য নেতৃবৃন্দ আল্লাহ-তায়ালার দরবারে প্রার্থনা জানান ।