Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিধি গেজেট প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • ১৯৪ জন দেখেছেন

সংগৃহীত লোগো

বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগ সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যার কারণে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরও জনবল নিয়োগে নানাভাবে বাধা এসেছে। আদালতে মামলা হয়েছে। দীর্ঘদিন পর অবসান হতে চলেছে সে সমস্যা। দেশের রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ গেজেট আকারে প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত প্রকাশিত নিয়োগ বিধির গেজেট থেকে বিষয়টি জানা যায়।

আরও পড়ুন : কমলাপুর রেল স্টেশন ভবন ভাঙার সিদ্ধান্ত

এদিকে, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধি হওয়ার ফলে লোকবল নিয়োগ প্রক্রিয়ার একটি সমাধান হলো। লোকবল নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, কত নাম্বার থাকবে এবং কত সময় ধরে হবে এগুলো সবই বিস্তারিতভাবে নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিভাবে পদন্নোতি হবে সেটাও বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ১৯৮৫ সালের নিয়োগ বিধি বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটির সব ধরনের নিয়োগ স্থগিত হয়ে যায়। এতে বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট দেখা দেয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিধি গেজেট প্রকাশ

প্রকাশের সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগ সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যার কারণে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরও জনবল নিয়োগে নানাভাবে বাধা এসেছে। আদালতে মামলা হয়েছে। দীর্ঘদিন পর অবসান হতে চলেছে সে সমস্যা। দেশের রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ গেজেট আকারে প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত প্রকাশিত নিয়োগ বিধির গেজেট থেকে বিষয়টি জানা যায়।

আরও পড়ুন : কমলাপুর রেল স্টেশন ভবন ভাঙার সিদ্ধান্ত

এদিকে, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধি হওয়ার ফলে লোকবল নিয়োগ প্রক্রিয়ার একটি সমাধান হলো। লোকবল নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, কত নাম্বার থাকবে এবং কত সময় ধরে হবে এগুলো সবই বিস্তারিতভাবে নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিভাবে পদন্নোতি হবে সেটাও বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ১৯৮৫ সালের নিয়োগ বিধি বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটির সব ধরনের নিয়োগ স্থগিত হয়ে যায়। এতে বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট দেখা দেয়।