স্পোর্টস ডেস্ক :
আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। তার আগে রীতিমতো ঝড় বয়ে গেছে লঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি)। লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বরখাস্ত করেছেন বোর্ডের সব কর্মকর্তাকে।
চলমান বিশ্বকাপে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে লংকান ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি অন্তর্র্বতীকালীন কমিটিও বসিয়েছে। সাত ম্যাচে মাত্র দুইটিতে জিতেছে শ্রীলঙ্কা। বিশেষ করে ভারতের কাছে ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর ক্ষোভের মুখে পড়ে লংকান ক্রিকেট বোর্ড।
সইসঙ্গে অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। রানাসিংহের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে অন্তর্র্বতী কমিটি গঠন করেছেন।
লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মূলত আর্থিক বিষয় নিয়ে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের বিরোধ। সেই থেকে বোর্ডের সমালোচনা করে আসছিলেন ক্রীড়ামন্ত্রী। তার সমালোচনার জবাবে পাল্টা জবাব দিচ্ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অফিশিয়ালরাও। তবে এবার বিশ্বকাপ দলের বাজে পারফরম্যান্সের কারণে পরিস্থিতি বদলে যায়।
নতুন সাত সদস্যের প্যানেলে রাখা হয়েছে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক ও সাবেক বোর্ড প্রেসিডেন্টকে।
শুক্রবার (৩ নভেম্বর) ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছিলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই শনিবার পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা।
পয়েন্ট তালিকায় বর্তমানে সাতে আছে শ্রীলঙ্কা। আজ দিল্লিতে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।
এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে লংকানরা। আজ বাংলাদেশের কাছে হারলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও ঝুঁকিতে পড়বে তাদের।