স্পোর্টস ডেস্ক :
গেল বছরের শেষ দিকে অর্থাৎ ৫ নভেম্বর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর নতুন করে নিজের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ব্যাটিং ইউনিটের দেখভালের দায়িত্বটাও পেয়ে যান সিনিয়র এই কোচ।
তবে তার অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট। গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। যেখানে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।
এর একদিন পার না হতেই আবারও আলোচনায় এসেছেন সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। যদিও ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন এখনো পদত্যাগপত্র পাননি তারা।
কিন্তু তার কাজ নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিল। যে আশা ও প্রত্যাশা নিয়ে তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার কাছাকাছিও যেতে পারেননি তিনি। সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচেরও দায়িত্ব সামলে যাচ্ছিলেন। উল্টো তার সময়ে ব্যাটিং হয়েছে আরো ছন্নছড়া। পরিকল্পনার ঘাটতি, পারফরম্যান্স গড়পড়তা এবং নেতৃত্বের গুনাবলিতে একেবারে তলানিতে অবস্থান করছিলেন এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল থ্রি কোচিং প্রশিক্ষণ নেওয়া সালাহউদ্দিন।
স্থানীয় কোচদের মধ্েয সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তবে তার গ্রহণযোগ্যতা, সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছিল। সালাহউদ্দিনের মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির হোম সিরিজের পর আর এই দায়িত্বে থাকছেন না মোহাম্মদ সালাহউদ্দিন। নিজ থেকেই সরে যাচ্ছেন তিনি।
বিসিবিতে নিজের পদত্যাগপত্র জমা দিতে আজ সকালে মিরপুরে হাজির হয়েছেন। সকাল সাড়ে দশটার কিছু সময় পর ক্রিকেট পরিচালনা বিভাগে যান। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তাকে না পেয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনের কাছে জমা দিয়ে আসেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তাই নাকি বন্ধ সালাহউদ্দিনের।
কেন নিজ থেকেই সরে গেলেন সালাহউদ্দিন? জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচিং পদ থেকে সালাহউদ্দিন সরে যাওয়ার সিদ্ধান্ত জানান। তবে ভেতরের খবর, সমর্থক এবং গণমাধ্যমের সমালোচনা নিতে পারছিলেন না তিনি। যে কারণে নিজের কাজ উপভোগ করতে পারছিলেন না। এজন্য এক মাসের টার্মিনেশন পিরিয়ড শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান সালাহউদ্দিন।
বিসিবিতে যোগদানের আগে মাসকো সাকিব ক্রিকেট একাডেমি, বিপিএল, ঢাকা লিগের একাধিক ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। সামনে হয়তো তাকে আবার ঢাকা লিগে দেখা যেতে পারে। আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। তারা দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। প্রথম টেস্ট ১১-১৫ নভেম্বর, সিলেট; দ্বিতীয় টেস্ট ১৯-২৩ নভেম্বর, ঢাকা। টি-টোয়েন্টি সিরিজ ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে, তৃতীয় ম্যাচ ২ ডিসেম্বর।
এই সিরিজ শেষেই সালাউদ্দিন জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে তার দায়িত্ব শেষ করবেন বলে জানা গেছে।
স্পোর্টস ডেস্ক 























