Dhaka মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি।

সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওযা কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক এটাই ভারতের প্রত্যাশা।

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। আমরা প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছি শুরুতেই।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখতে হলে উভয় পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি। তাই প্রতিহিংসামূলক বক্তব্য বা উসকানিমূলক মন্তব্য এড়িয়ে চলা উচিত।

এসময় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে গভীর, বহুমাত্রিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বলেন, ভবিষ্যতেও এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে শক্ত ভিত্তির ওপর সম্পর্ক তৈরি করতে চাই, সেটা রাজনৈতিক সরকার যেই আসুক না কেন। জনগণের রায়ই এখানে মুখ্য বিষয়।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা ভারতের।

এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন, উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ছিল সেটি। তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত।

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি

প্রকাশের সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি।

সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওযা কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক এটাই ভারতের প্রত্যাশা।

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। আমরা প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছি শুরুতেই।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখতে হলে উভয় পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি। তাই প্রতিহিংসামূলক বক্তব্য বা উসকানিমূলক মন্তব্য এড়িয়ে চলা উচিত।

এসময় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে গভীর, বহুমাত্রিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বলেন, ভবিষ্যতেও এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে শক্ত ভিত্তির ওপর সম্পর্ক তৈরি করতে চাই, সেটা রাজনৈতিক সরকার যেই আসুক না কেন। জনগণের রায়ই এখানে মুখ্য বিষয়।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা ভারতের।

এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন, উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ছিল সেটি। তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত।

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।