নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র এবং মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনও সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে।
দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার নির্বাচনি প্রয়োজনে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন এবং ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতির কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে অনসাইট বা সরাসরি পরিসেবা সীমিত থাকবে।
সতর্কতায় কয়েকটি করণীয় পদক্ষেপ উল্লেখ করা হয়। সেগুলো হলো—
১. বড় জনতা এবং বিক্ষোভ এড়িয়ে চলুন
২. সর্বদা আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন
৩. স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করুন
৪. সতর্ক থাকুন এবং কম প্রোফাইলে থাকুন
৫. জরুরি যোগাযোগের জন্য সর্বদা আপনার চার্জ করা মোবাইল ফোনটি সঙ্গে রাখুন
৬. আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।
৭. ভ্রমণের ক্ষেত্রে বিকল্প রুটের পরিকল্পনা করুন।
নিজস্ব প্রতিবেদক 

















