Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

স্পোর্টস ডেস্ক : 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ভুটানের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে হামজা চৌধুরীর, যিনি দেশের মাটিতে প্রথমবারের মতো খেলবেন লাল-সবুজ জার্সিতে। সেই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে ফাহামিদুল ইসলামেরও। আর এই ম্যাচের দিনই সকাল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সামিত সোম। কানাডা থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।

সুদূর কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশে পা রেখেছেন এই মিডফিল্ডার। ফলে আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে তাকে।

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পান। এরপর থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার ইতি ঘটাতে আজ ভোরেই ঢাকায় পৌঁছালেন সামিত। ভ্রমণক্লান্তির জন্য আজ ভুটান ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে সামিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

প্রকাশের সময় : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ভুটানের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে হামজা চৌধুরীর, যিনি দেশের মাটিতে প্রথমবারের মতো খেলবেন লাল-সবুজ জার্সিতে। সেই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে ফাহামিদুল ইসলামেরও। আর এই ম্যাচের দিনই সকাল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সামিত সোম। কানাডা থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।

সুদূর কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশে পা রেখেছেন এই মিডফিল্ডার। ফলে আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে তাকে।

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পান। এরপর থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার ইতি ঘটাতে আজ ভোরেই ঢাকায় পৌঁছালেন সামিত। ভ্রমণক্লান্তির জন্য আজ ভুটান ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে সামিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’