Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২৪৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত – মাত্র চার মাসের জন্য নিয়োগ দেয়া হলো সালাউদ্দিনকে।

এ নিয়ে বিসিবি মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সালাহউদ্দিনের নিয়োগ পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখার জন্য স্বদেশি কোচদের উঠে আসার পথ আরও প্রশস্ত করবে।

সালাউদ্দিনের নিয়োগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন, সালাউদ্দিনের নিয়োগের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে ঘরোয়া কোচদের সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো। তিনি বলেন, ‘আমি বিসিবি সভপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যোগ্য দাবিদারদের জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে দেবো। সালাউদ্দিন তার নিজের মেধা-যোগ্যতা, অভিজ্ঞতা এবং জ্ঞানের কারণে এই পদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো। আমি বিশ্বাস করি, এটাই সেরা সময় যে বাংলাদেশের আরও কোচদের এই সিস্টেমের মধ্যে নিয়ে আসার।’

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে সময়ের কথা উল্লেখ আছে। কোচ সালাউদ্দিন ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। অর্থ্যাৎ, তিনি নিয়োগ পাচ্ছেন মাত্র চার মাসের জন্য।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাহউদ্দিনের। তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন সহকারী কোচ ও ফিল্ডিং কোচ। এছাড়া, বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের ভূমিকায় তাকে দেখা গেছে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এরপর ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচ হন। তার অধীনে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের ডিভিশন চারে পৌঁছেছিল দলটি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) লেভেল-৩ কোচিং কোর্সের স্বীকৃতি আছে সালাহউদ্দিনের। তিনি ঘরোয়া পর্যায়ে সফলতম কোচদের একজন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে একাধিক শিরোপা জিতেছেন তিনি।

এছাড়া প্রায়ই নিজেদের ব্যাটিং-বোলিংয়ের নানা সমস্যায় সালাউদ্দিনের শরণাপন্ন হন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হকসহ দেশের অনেক তারকা। সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাকও অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার পর সালাউদ্দিনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সুফল পান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

প্রকাশের সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত – মাত্র চার মাসের জন্য নিয়োগ দেয়া হলো সালাউদ্দিনকে।

এ নিয়ে বিসিবি মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সালাহউদ্দিনের নিয়োগ পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখার জন্য স্বদেশি কোচদের উঠে আসার পথ আরও প্রশস্ত করবে।

সালাউদ্দিনের নিয়োগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন, সালাউদ্দিনের নিয়োগের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে ঘরোয়া কোচদের সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো। তিনি বলেন, ‘আমি বিসিবি সভপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যোগ্য দাবিদারদের জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে দেবো। সালাউদ্দিন তার নিজের মেধা-যোগ্যতা, অভিজ্ঞতা এবং জ্ঞানের কারণে এই পদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো। আমি বিশ্বাস করি, এটাই সেরা সময় যে বাংলাদেশের আরও কোচদের এই সিস্টেমের মধ্যে নিয়ে আসার।’

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে সময়ের কথা উল্লেখ আছে। কোচ সালাউদ্দিন ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। অর্থ্যাৎ, তিনি নিয়োগ পাচ্ছেন মাত্র চার মাসের জন্য।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাহউদ্দিনের। তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন সহকারী কোচ ও ফিল্ডিং কোচ। এছাড়া, বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের ভূমিকায় তাকে দেখা গেছে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এরপর ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচ হন। তার অধীনে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের ডিভিশন চারে পৌঁছেছিল দলটি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) লেভেল-৩ কোচিং কোর্সের স্বীকৃতি আছে সালাহউদ্দিনের। তিনি ঘরোয়া পর্যায়ে সফলতম কোচদের একজন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে একাধিক শিরোপা জিতেছেন তিনি।

এছাড়া প্রায়ই নিজেদের ব্যাটিং-বোলিংয়ের নানা সমস্যায় সালাউদ্দিনের শরণাপন্ন হন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হকসহ দেশের অনেক তারকা। সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাকও অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার পর সালাউদ্দিনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সুফল পান।