Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় তা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন। ঘণ্টাখানিক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে আরও গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের হাইকমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একইসঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। আরও সুস্থ সম্পর্কের দিকে নিয়ে যেতে আগ্রহী তারা।

‘তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুল বলেন, আজ ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কীভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে সমস্যা তা তুলে ধরেছি। পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, তা বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টাও আছে। তারা বলছেন- এ বিষয়গুলোর প্রতি তারা সজাগ এবং সমন্বয়ের চেষ্টা করছেন।

তিনি বলেন, তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুল আরো বলেন, ভারতের বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নেওয়া, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যা, রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দুই দেশের যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। পানি সমস্যার বিষয় তুলে ধরেছি। আমাদের সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো আমরা বলেছি। নিরাপত্তার বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছে তারা এ বিষয়গুলো নিয়ে সজাগ। তারা বলেছেন, তারা চেষ্টা করছেন এ বিষয়গুলো দ্রুততার সঙ্গে কীভাবে সমাধান করা যায়। মূল বক্তব্য হলো বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। বিশেষ করে অন্তর্র্বতী সরকারের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।’

বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে সে দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক উন্নয়নের প্রস্তাব করেছেন। এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থ্যতা ও ইতিবাচক করা যায়, এ বিষয়টার প্রতি তারা আগ্রহী।’

এসময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে চাইলে মির্জা ফখরুল তা এড়িয়ে যান।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৯:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় তা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন। ঘণ্টাখানিক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে আরও গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের হাইকমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একইসঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। আরও সুস্থ সম্পর্কের দিকে নিয়ে যেতে আগ্রহী তারা।

‘তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুল বলেন, আজ ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কীভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে সমস্যা তা তুলে ধরেছি। পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, তা বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টাও আছে। তারা বলছেন- এ বিষয়গুলোর প্রতি তারা সজাগ এবং সমন্বয়ের চেষ্টা করছেন।

তিনি বলেন, তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুল আরো বলেন, ভারতের বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নেওয়া, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যা, রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দুই দেশের যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। পানি সমস্যার বিষয় তুলে ধরেছি। আমাদের সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো আমরা বলেছি। নিরাপত্তার বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছে তারা এ বিষয়গুলো নিয়ে সজাগ। তারা বলেছেন, তারা চেষ্টা করছেন এ বিষয়গুলো দ্রুততার সঙ্গে কীভাবে সমাধান করা যায়। মূল বক্তব্য হলো বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। বিশেষ করে অন্তর্র্বতী সরকারের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।’

বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে সে দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক উন্নয়নের প্রস্তাব করেছেন। এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থ্যতা ও ইতিবাচক করা যায়, এ বিষয়টার প্রতি তারা আগ্রহী।’

এসময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে চাইলে মির্জা ফখরুল তা এড়িয়ে যান।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।