Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ আঞ্চলিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক (বিএনপির সদস্য পদসহ সকল পদ স্থগিত) শামা ওবায়েদ।

আমীর খসরু বলেন, পাকিস্তানের সঙ্গে সামনের দিনগুলিতে দুই দেশ যেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে এবং সম্ভাবনা রয়েছে; বৈঠকে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি। মূলত ব্যবসা-বাণ্যিজ্যের ভিত্তিটা হলো কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তি যা বাংলাদেশে অনেকদিন অনুপস্থিত ছিল। যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা-বাণিজ্য ছিল। যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমারা আলোচনা করেছি বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে। এই লেবেল প্লেয়িং ফিল্ডে কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে একে অপরকে সহযোগিতা করব।’

আমীর খসরু বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পারস্পরিকভাবে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা এসেছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সকলের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের জন্য উপকৃত হয় সে বিষয় আলোচনা এসেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি, জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি; সকলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে চাই। সব ধরনের সহযোগিতাসহ কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা মনে করি সবার জন্য সমান অধিকার রেখে লেবেল প্লেয়িং ফিল্ড রেখে এই দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন লেবেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিল; এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সবকিছু আলোচনায় এসেছে। আমাদের সকলের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কী করতে পারি, পুরো অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে।’

বন্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্যা ইস্যুতে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন আমি আগামীকাল যাব। এখন বন্যা নিয়ে কথা বললে ইস্যুটা ডাইভার্ট হয়ে যাবে। আমি তো বলতে পারি কিন্তু আজকের ফোকাস তো থাকবে না। প্রত্যেকটা মিটিংয়ের একটা ভবিষ্যৎ আছে না? আপনারা তো রিপোর্ট করবেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে; আজকের মিটিংটা একটা গুরুত্বপূর্ণ’ মিটিং। একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ মিটিং সুতরাং এটাকে আপনারা ফোকাস করেন।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না : আমীর খসরু

প্রকাশের সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ আঞ্চলিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক (বিএনপির সদস্য পদসহ সকল পদ স্থগিত) শামা ওবায়েদ।

আমীর খসরু বলেন, পাকিস্তানের সঙ্গে সামনের দিনগুলিতে দুই দেশ যেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে এবং সম্ভাবনা রয়েছে; বৈঠকে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি। মূলত ব্যবসা-বাণ্যিজ্যের ভিত্তিটা হলো কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তি যা বাংলাদেশে অনেকদিন অনুপস্থিত ছিল। যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা-বাণিজ্য ছিল। যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমারা আলোচনা করেছি বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে। এই লেবেল প্লেয়িং ফিল্ডে কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে একে অপরকে সহযোগিতা করব।’

আমীর খসরু বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পারস্পরিকভাবে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা এসেছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সকলের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের জন্য উপকৃত হয় সে বিষয় আলোচনা এসেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি, জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি; সকলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে চাই। সব ধরনের সহযোগিতাসহ কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা মনে করি সবার জন্য সমান অধিকার রেখে লেবেল প্লেয়িং ফিল্ড রেখে এই দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন লেবেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিল; এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সবকিছু আলোচনায় এসেছে। আমাদের সকলের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কী করতে পারি, পুরো অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে।’

বন্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্যা ইস্যুতে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন আমি আগামীকাল যাব। এখন বন্যা নিয়ে কথা বললে ইস্যুটা ডাইভার্ট হয়ে যাবে। আমি তো বলতে পারি কিন্তু আজকের ফোকাস তো থাকবে না। প্রত্যেকটা মিটিংয়ের একটা ভবিষ্যৎ আছে না? আপনারা তো রিপোর্ট করবেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে; আজকের মিটিংটা একটা গুরুত্বপূর্ণ’ মিটিং। একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ মিটিং সুতরাং এটাকে আপনারা ফোকাস করেন।’