Dhaka রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন : জয়নুল আবদীন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিল। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিল। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি! অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, তাদের বলতে চাই, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

ভারতের উদ্দেশে ফারুক বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে, সে রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না, এসব বাদ দিয়ে, দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ নাগিব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্মার্ট গণপরিবহন ব্যবস্থা এখন বিলাসিতা নয়, এটি অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন : জয়নুল আবদীন

প্রকাশের সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিল। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিল। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি! অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, তাদের বলতে চাই, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

ভারতের উদ্দেশে ফারুক বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে, সে রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সে নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না, এসব বাদ দিয়ে, দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ নাগিব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।