Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ফিরছেন উইলিয়ামসন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ২৩৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ কেন উইলিয়ামসন ও টিম সাউদি। তাদের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলে শক্তিমত্তার পার্থক্য গড়ে দেয়। কিন্তু এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপে সাফল্যের ঝাণ্ডা উড়াচ্ছে কিউইরা। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভাব টের পাওয়া যায়নি। দুটো ম্যাচ দাপট দেখিয়ে জিতেছে এবং বাংলাদেশের বিপক্ষে আগামী শুক্রবার তিনে তিন করার অপেক্ষায় ব্ল্যাক ক্যাপরা।

ছয় মাসের ইনজুরির ধাক্কা কাটিয়ে ফিরতে আরেকটু সময় নিচ্ছিলেন তিনি। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি কিউই পেসার টিম সাউদি। এবার দুই তারকাকে নিয়ে সুখবর দিলেন ব্ল্যাকক্যাপসদের প্রধান কোচ গ্যারি স্টেড।

বুধবার (১১ অক্টোবর) সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ ইতিবাচক খবর দিলেন তার অধিনায়ককে নিয়ে, সে (কেন) খুব ভালোভাবে উন্নতি করছে। শেষ পাঁচ-ছয় দিন তার দারুণ গেছে, ফিল্ডিংয়েও সত্যি ভালো করেছে। এই মুহূর্তে কেনের জন্য এটাই আসল ব্যাপার। এখন আর ইনজুরি চিন্তার বিষয় না, ৫০ ওভারের খেলায় ধারাবাহিকভাবে উইকেটে তার রান করা ও মাঠে দৌড়ানোর সক্ষমতা হলো গুরুত্বপূর্ণ। তার বর্তমান অবস্থানে আমরা আনন্দিত।

আরও যোগ করেন, কেন যদি এভেইলঅ্যাবল হয় তাহলে সে খেলবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার। আমরা এই মুহূর্তে আলোচনা করছি দলের কম্বিনেশন নিয়ে। উদাহরণ হিসেবে বলব, জিমি নিশাম প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয়টিতে খেলেছে। পুরোটাই কন্ডিশনের ওপর ভাবছি।

সতর্কতা এখনও বিরাজ করছে বললেন স্টিড, এখনও দুটো ট্রেনিং আছে কিন্তু এই পর্যায়ে যা লক্ষ করা যাচ্ছে, সেটা পরের ম্যাচে (বাংলাদেশ) কেনের ফেরার ব্যাপারে ইতিবাচক। কিন্তু এখনও সতর্কতা বিরাজ করছে। তবে সে যেভাবে উন্নতি করছে আমরা সত্যিই সন্তুষ্ট।

অন্যদিকে ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপের আগেই অস্ত্রোপচার করানো কিউই পেসার টিম সাউদি। ডানহাতের বৃদ্ধাঙ্গুলির চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে বোলিং করছেন সাউদি। স্টিড জানালেন, দলের অন্যতম এই মূল পেসার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এই পেসার ফিরছেন আগামী ম্যাচেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে : সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের বিপক্ষে ফিরছেন উইলিয়ামসন

প্রকাশের সময় : ০৭:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ কেন উইলিয়ামসন ও টিম সাউদি। তাদের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলে শক্তিমত্তার পার্থক্য গড়ে দেয়। কিন্তু এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপে সাফল্যের ঝাণ্ডা উড়াচ্ছে কিউইরা। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভাব টের পাওয়া যায়নি। দুটো ম্যাচ দাপট দেখিয়ে জিতেছে এবং বাংলাদেশের বিপক্ষে আগামী শুক্রবার তিনে তিন করার অপেক্ষায় ব্ল্যাক ক্যাপরা।

ছয় মাসের ইনজুরির ধাক্কা কাটিয়ে ফিরতে আরেকটু সময় নিচ্ছিলেন তিনি। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি কিউই পেসার টিম সাউদি। এবার দুই তারকাকে নিয়ে সুখবর দিলেন ব্ল্যাকক্যাপসদের প্রধান কোচ গ্যারি স্টেড।

বুধবার (১১ অক্টোবর) সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ ইতিবাচক খবর দিলেন তার অধিনায়ককে নিয়ে, সে (কেন) খুব ভালোভাবে উন্নতি করছে। শেষ পাঁচ-ছয় দিন তার দারুণ গেছে, ফিল্ডিংয়েও সত্যি ভালো করেছে। এই মুহূর্তে কেনের জন্য এটাই আসল ব্যাপার। এখন আর ইনজুরি চিন্তার বিষয় না, ৫০ ওভারের খেলায় ধারাবাহিকভাবে উইকেটে তার রান করা ও মাঠে দৌড়ানোর সক্ষমতা হলো গুরুত্বপূর্ণ। তার বর্তমান অবস্থানে আমরা আনন্দিত।

আরও যোগ করেন, কেন যদি এভেইলঅ্যাবল হয় তাহলে সে খেলবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার। আমরা এই মুহূর্তে আলোচনা করছি দলের কম্বিনেশন নিয়ে। উদাহরণ হিসেবে বলব, জিমি নিশাম প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয়টিতে খেলেছে। পুরোটাই কন্ডিশনের ওপর ভাবছি।

সতর্কতা এখনও বিরাজ করছে বললেন স্টিড, এখনও দুটো ট্রেনিং আছে কিন্তু এই পর্যায়ে যা লক্ষ করা যাচ্ছে, সেটা পরের ম্যাচে (বাংলাদেশ) কেনের ফেরার ব্যাপারে ইতিবাচক। কিন্তু এখনও সতর্কতা বিরাজ করছে। তবে সে যেভাবে উন্নতি করছে আমরা সত্যিই সন্তুষ্ট।

অন্যদিকে ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপের আগেই অস্ত্রোপচার করানো কিউই পেসার টিম সাউদি। ডানহাতের বৃদ্ধাঙ্গুলির চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে বোলিং করছেন সাউদি। স্টিড জানালেন, দলের অন্যতম এই মূল পেসার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এই পেসার ফিরছেন আগামী ম্যাচেই।