Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম : ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন নুসরাত ফারিয়া। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও চড়া দামে জায়গা কিনেছেন। ফলে ওপার বাংলার বিনোদন অঙ্গনে দাপিয়ে বেড়ান তিনি।

সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে। আর তার অভিনীত সবশেষ সিনেমা ‘বিবাহ অভিযান ২’। যা নির্মিত হয় কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায়। এছাড়াও তাকে দেখা গেছে গেল ২৭ জুলাই ওটিটি প্লাটফর্মে, ‘পাতালঘর’ সিনেমায়।

ফারিয়া বলেন, বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন “পাতালঘর”-এ। আমি যে রকম ভালোবাসা “পাতালঘর” থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। আমার ভীষণ ভালো লাগার।

তিনি বলেন, সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে “রকস্টার”। “মুজিব”ও আসবে এ বছরেই। এর বাইরে নতুন আরও একটি গান মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। এই সময়টা আমি উপভোগ করছি।

এদিকে, ফারিয়ার চলতি বছরের শুরুটা হয়েছে কয়েকটি সিনেমার অতিথি চরিত্রে, ওয়েব ফিল্ম, গান এবং ওয়েব সিরিজ দিয়ে। ফারিয়ার কথায়, ‘পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পারসোনালি ততটাই স্যাড। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে “ভয়” প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে “বিবাহ অভিযান ২” ছবিটা মুক্তি পেয়েছে। “বুঝি না তো তাই” শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে “কলিজা আর জান” আর “আবার প্রলয়” ওয়েব সিরিজে “মেনকা” গান প্রকাশিত হয়েছে।’

ফারিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাতালঘর’। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে এ ছবি। এতে ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি।

নুর ইমরান মিঠু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুন-উর-রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাসসহ অনেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম : ফারিয়া

প্রকাশের সময় : ০২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন নুসরাত ফারিয়া। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও চড়া দামে জায়গা কিনেছেন। ফলে ওপার বাংলার বিনোদন অঙ্গনে দাপিয়ে বেড়ান তিনি।

সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে। আর তার অভিনীত সবশেষ সিনেমা ‘বিবাহ অভিযান ২’। যা নির্মিত হয় কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায়। এছাড়াও তাকে দেখা গেছে গেল ২৭ জুলাই ওটিটি প্লাটফর্মে, ‘পাতালঘর’ সিনেমায়।

ফারিয়া বলেন, বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন “পাতালঘর”-এ। আমি যে রকম ভালোবাসা “পাতালঘর” থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। আমার ভীষণ ভালো লাগার।

তিনি বলেন, সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে “রকস্টার”। “মুজিব”ও আসবে এ বছরেই। এর বাইরে নতুন আরও একটি গান মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। এই সময়টা আমি উপভোগ করছি।

এদিকে, ফারিয়ার চলতি বছরের শুরুটা হয়েছে কয়েকটি সিনেমার অতিথি চরিত্রে, ওয়েব ফিল্ম, গান এবং ওয়েব সিরিজ দিয়ে। ফারিয়ার কথায়, ‘পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পারসোনালি ততটাই স্যাড। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে “ভয়” প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে “বিবাহ অভিযান ২” ছবিটা মুক্তি পেয়েছে। “বুঝি না তো তাই” শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে “কলিজা আর জান” আর “আবার প্রলয়” ওয়েব সিরিজে “মেনকা” গান প্রকাশিত হয়েছে।’

ফারিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাতালঘর’। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে এ ছবি। এতে ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি।

নুর ইমরান মিঠু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুন-উর-রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাসসহ অনেকেই।