Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (১২ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী এক বছরের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন ২৭ বছর বয়সী মিরাজ। তবে এবারই প্রথম তিনি পূর্ণকালীন দায়িত্ব পেলেন। তার অধিনায়কত্ব শুরু হবে আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স, দলকে উজ্জীবিত করার ক্ষমতা এবং মাঠে ও মাঠের বাইরে তার উচ্ছ্বসিত উপস্থিতি—এই সব কিছু বিবেচনায় রেখে বোর্ড মনে করেছে, ওয়ানডে দলে এই রূপান্তরপর্বে নেতৃত্ব দেওয়ার জন্য মিরাজই সবচেয়ে উপযুক্ত। আমরা বিশ্বাস করি, মিরাজের ধৈর্য ও পরিপক্বতা রয়েছে, যা এই ফরম্যাটে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। শান্তর ইতিবাচক নেতৃত্ব ও ব্যাটিং অবদানও আমরা গভীরভাবে সম্মান করি। তিনি এখনও নেতৃত্বগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ১৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়েছেন মিরাজ। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিনি বর্তমানে চতুর্থ—যা কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল অর্জনে চতুর্থ বাংলাদেশি এই অলরাউন্ডর। এর আগে এই কীর্তি ছিল মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া যে কোনো ক্রিকেটারের জন্য এক বিশাল সম্মান। বোর্ড আমার প্রতি যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলে আমার পূর্ণ বিশ্বাস আছে। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং দেশকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করতে চাই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ

প্রকাশের সময় : ১০:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (১২ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী এক বছরের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন ২৭ বছর বয়সী মিরাজ। তবে এবারই প্রথম তিনি পূর্ণকালীন দায়িত্ব পেলেন। তার অধিনায়কত্ব শুরু হবে আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স, দলকে উজ্জীবিত করার ক্ষমতা এবং মাঠে ও মাঠের বাইরে তার উচ্ছ্বসিত উপস্থিতি—এই সব কিছু বিবেচনায় রেখে বোর্ড মনে করেছে, ওয়ানডে দলে এই রূপান্তরপর্বে নেতৃত্ব দেওয়ার জন্য মিরাজই সবচেয়ে উপযুক্ত। আমরা বিশ্বাস করি, মিরাজের ধৈর্য ও পরিপক্বতা রয়েছে, যা এই ফরম্যাটে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। শান্তর ইতিবাচক নেতৃত্ব ও ব্যাটিং অবদানও আমরা গভীরভাবে সম্মান করি। তিনি এখনও নেতৃত্বগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ১৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়েছেন মিরাজ। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিনি বর্তমানে চতুর্থ—যা কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল অর্জনে চতুর্থ বাংলাদেশি এই অলরাউন্ডর। এর আগে এই কীর্তি ছিল মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া যে কোনো ক্রিকেটারের জন্য এক বিশাল সম্মান। বোর্ড আমার প্রতি যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলে আমার পূর্ণ বিশ্বাস আছে। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং দেশকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করতে চাই।