কোভিড সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশসহ ৬টি দেশকে ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খুব জরুরি না হলে এসব দেশে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-সিডিসি।
২৫ জুলাই প্রকাশিত সিডিসির তালিকায় সেন্ট্রাল অ্যামেরিকার দুই দেশ এল সালভাদোর ও হন্ডুরাস ছাড়া বাংলাদেশ, পোল্যান্ড, ফিজি, বসনিয়া ও হার্জেগোভিনাকে ভ্রমণের জন্য লেভেল-থ্রি’র অন্তর্ভুক্ত করা হয়।
এনিয়ে একশ’ ২০টির বেশি দেশকে লেভেল-থ্রি’র অন্তর্ভুক্ত করা হলো। গত এপ্রিলে সংস্থাটির পুনর্বিন্যাস করা নতুন তালিকায় উচ্চ ঝুঁকির আওতাভুক্ত হয় লেভেল-থ্রি। এরআগে, লেভেল-ফোর দিয়ে সর্বোচ্চ ঝুঁকি বোঝানো হলেও বর্তমানে একে বিশেষ পরিস্থিতির আওতাভূক্ত করেছে সিডিসি। সংস্থাটির ভ্রমণ নির্দেশিকায় জানানো হয়েছে, গত ২৮ দিনে বাংলাদেশসহ ছয়টি দেশে প্রতি লাখে একশ’ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সূত্র এবিসি লোকাল নিউজ এইট