Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে বিদায় বলে দিলেন ডোনাল্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ১৮১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে শনিবার (১১ নভেম্বর) শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়েই দেশের ক্রিকেটে অ্যালান ডোনাল্ড অধ্যায় শেষ হতে চলেছে। জাতীয় দলের এই পেস বোলিং কোচ চুক্তির মেয়াদ আর বাড়াবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

চলতি নভেম্বরেই সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল। তবে টাইগারদের ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব দেয়া হয়েছিল মেয়াদ বাড়ানোর। কিন্তু তাতে রাজি হননি তাসকিনদের এই কোচ। পারিবারিক কারণেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস।

ডোনাল্ডের অধীনেই প্রভূত উন্নতি সাধন করেছিল বাংলাদেশের পেস ইউনিট। তার অধীনে নিজেদের নতুন করে আবিষ্কার করেছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেনরা। এদিকে গতকাল জাতীয় দলের টিম মিটিংয়ের সময়ই নিজের সিদ্ধান্তের কথা ক্রিকেটারদের জানিয়েছেন বলে জানা গেছে। এমনকি ম্যাচ শেষে তিনি আর ঢাকায় ফিরবেন না বলেও জানা গেছে, ভারত থেকে সরাসরি চলেযাবেন দক্ষিণ আফ্রিকায়।

এদিকে ডোনাল্ডের মত বিশ্বকাপ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্কের ইতিটানছেন পারফর্ম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও। নিজের দায়িত্ব ছাড়ার কথা ফেসবুকে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তিনি। তিনি লিখেন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকালের (১১ নভেম্বর) ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির, উত্থান-পতনের। ব্যাপারগুলো বাকি জীবন আমাকে তৃপ্তি দিবে।

বিদায় বেলায় বিসিবি, ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন জাতীয় দলের এই পারফর্ম্যান্স অ্যানালিস্ট। তিনি লিখেন, আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে।

চলতি বিশ্বকাপের পর বিসিবির সঙ্গে ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখায় দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার ঘটনা ভালোভাবে নেননি ডোনাল্ড। যা একটি সাক্ষাতকারে গণমাধ্যমে বলেন তিনি। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়। এরপরই বিসিবিকে চাকরির মেয়াদ না বাড়ানোর কথা জানান ডোনাল্ড।

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

বাংলাদেশকে বিদায় বলে দিলেন ডোনাল্ড

প্রকাশের সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে শনিবার (১১ নভেম্বর) শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়েই দেশের ক্রিকেটে অ্যালান ডোনাল্ড অধ্যায় শেষ হতে চলেছে। জাতীয় দলের এই পেস বোলিং কোচ চুক্তির মেয়াদ আর বাড়াবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

চলতি নভেম্বরেই সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল। তবে টাইগারদের ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব দেয়া হয়েছিল মেয়াদ বাড়ানোর। কিন্তু তাতে রাজি হননি তাসকিনদের এই কোচ। পারিবারিক কারণেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস।

ডোনাল্ডের অধীনেই প্রভূত উন্নতি সাধন করেছিল বাংলাদেশের পেস ইউনিট। তার অধীনে নিজেদের নতুন করে আবিষ্কার করেছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেনরা। এদিকে গতকাল জাতীয় দলের টিম মিটিংয়ের সময়ই নিজের সিদ্ধান্তের কথা ক্রিকেটারদের জানিয়েছেন বলে জানা গেছে। এমনকি ম্যাচ শেষে তিনি আর ঢাকায় ফিরবেন না বলেও জানা গেছে, ভারত থেকে সরাসরি চলেযাবেন দক্ষিণ আফ্রিকায়।

এদিকে ডোনাল্ডের মত বিশ্বকাপ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্কের ইতিটানছেন পারফর্ম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও। নিজের দায়িত্ব ছাড়ার কথা ফেসবুকে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তিনি। তিনি লিখেন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকালের (১১ নভেম্বর) ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির, উত্থান-পতনের। ব্যাপারগুলো বাকি জীবন আমাকে তৃপ্তি দিবে।

বিদায় বেলায় বিসিবি, ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন জাতীয় দলের এই পারফর্ম্যান্স অ্যানালিস্ট। তিনি লিখেন, আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে।

চলতি বিশ্বকাপের পর বিসিবির সঙ্গে ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখায় দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার ঘটনা ভালোভাবে নেননি ডোনাল্ড। যা একটি সাক্ষাতকারে গণমাধ্যমে বলেন তিনি। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়। এরপরই বিসিবিকে চাকরির মেয়াদ না বাড়ানোর কথা জানান ডোনাল্ড।

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।