Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আ’লীগ : আখতার হোসেন

রংপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, গত ১৬ বছরে দেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। পররাষ্ট্রনীতিতে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশের আত্মমর্যাদার বার্তা আন্তর্জাতিক মহলে, বিশেষ করে প্রতিবেশী ভারতের কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

শনিবার (৩ মে) দুপুরে রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের আগ্রাসনবাদী মনোভাব এমনভাবে কাজ করেছে যে তারা এ দেশের মানুষকে মানুষ মনে করেনি। গত ১৬ বছরে দেশের পররাষ্ট্রনীতিতে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বাংলাদেশের আত্মমর্যাদা পুরোপুরি ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এখন মর্যাদার প্রশ্নে একাট্টা। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ’২৪-এর গণ-অভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, উত্তরের তিস্তা নদী নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান আখতার হোসেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আ’লীগ : আখতার হোসেন

প্রকাশের সময় : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

রংপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, গত ১৬ বছরে দেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। পররাষ্ট্রনীতিতে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশের আত্মমর্যাদার বার্তা আন্তর্জাতিক মহলে, বিশেষ করে প্রতিবেশী ভারতের কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

শনিবার (৩ মে) দুপুরে রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের আগ্রাসনবাদী মনোভাব এমনভাবে কাজ করেছে যে তারা এ দেশের মানুষকে মানুষ মনে করেনি। গত ১৬ বছরে দেশের পররাষ্ট্রনীতিতে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বাংলাদেশের আত্মমর্যাদা পুরোপুরি ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এখন মর্যাদার প্রশ্নে একাট্টা। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ’২৪-এর গণ-অভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, উত্তরের তিস্তা নদী নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান আখতার হোসেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।