নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে মদ্যপান করে দুই বোন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম জান্নাত আক্তার (২৪)। অসুস্থ অপর তরুণী ইমু আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
নিহত তরুণীর মামাতো বোন তানহা ইসলাম জানান, মদ্যপান করা দুজন একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা দুজনে সম্পর্কে খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় একসঙ্গে থাকতেন। রাতে দুজনেই মদ্যপান করে। সকালে দুজনেই অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের দুজনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর জেলার নাটিয়াপাড়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।