বর ফুটবলার আর কনে ক্রিকেটার-দুইজনের জীবন বাঁধা পড়লো নতুন খেলায়। ক্রীড়াজগতের এই দুজনের পথ আলাদা। একজন জাতীয় দলের ফুটবলার, অন্যজন জাতীয় দলের ক্রিকেটার। জীবন নামের খেলায় এবার বাঁধা পড়লেন দুজন।
জাতীয় নারী দলের ক্রিকেটার জিনাত আসিয়া অর্থিকে বিয়ে করলেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার মাহবুবর রহমান সুফিল। সোমবার (৭ ডিসেম্বর) রাতে কনের বগুড়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের কাছের সদস্যরা এতে উপস্থিতিত ছিলেন।
আরও পড়ুন : তাইওয়ানে নারীরা সন্তান চান না যে কারণে…
মাত্রই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলে কাতার থেকে ফিরেছেন সুফিল। তার আগে ঘরের মাটিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে আলোচনায় এসেছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সুফিল নিজেই সংবাদমাধ্যমকে বলেছেন, অবশেষে বিয়েটা করেই ফেললাম। আড়াই বছর ধরে অর্থির সঙ্গে পরিচয় এক বন্ধুর মাধ্যমে। এখন সুযোগ মিলতেই অর্থিকে জীবনসঙ্গী করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।